নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভয়াবহ মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, শিক্ষা, পানীয় জল সহ সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবার বেসরকারিকরণ, অশ্লীলতা, নেশার সামগ্রীর অবাধ প্রসারের জন্য দায়ী সরকারি নীতির প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের গুনায় বিক্ষোভের ডাক দেয় এস ইউ সি আই (সি)। হনুমান চৌরাস্তার মোড়ে এক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক কমরেড মনীশ শ্রীবাস্তব, রাজ্য কমিটির সদস্য কমরেড লোকেশ শর্মা পেট্রল-ডিজেলের দাম কমানো এবং মদের লাইসেন্স দেওয়ার নীতি প্রত্যহারের দাবি তোলেন। দলের সদস্য অ্যাডভোকেট সীমা রায় সভা পরিচালনা করেন। জেলাশাসকের কাছে দাবিগুলি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়।