মূল্যবৃদ্ধি ও ভাড়াবৃদ্ধির বিরুদ্ধে আসাম জুড়ে আন্দোলন

গোয়ালপাড়া

অত্যাবশ্যকীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ ও বাস-ট্রেভেলার সহ সব ধরনের যাত্রীবাহী গাড়ির ভাড়া হ্রাস করার দাবিতে ২ নভেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) আসাম রাজ্য কমিটির ডাকে রাজ্যের সর্বত্র বিক্ষোভ দেখানো হয়। দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী ও মাধব ঘোষ বক্তব্য রাখেন। ভবতোষ চক্রবর্তী বলেন, সুলভ মূল্যের দোকান মারফত অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের যে ব্যবস্থা ছিল তা বিজেপি সরকার তুলে দেওয়ায় সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে। মূল্যবৃদ্ধি রোধের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতায় বসে বিজেপি সরকার একদিকে পেট্রল-ডিজেল সহ বিভিন্ন সামগ্রীর উপর অত্যধিক কর আরোপ করেছে অন্য দিকে পুঁজিপতিদের উচ্চহারে মুনাফার সুযোগ করে দিচ্ছে।

লখিমপুর

এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সুরক্ষা প্রদানে সরকারি গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করে সুলভ মূল্যের দোকান মারফত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ অত্যন্ত জরুরি। মূল্যবৃদ্ধি সম্পূ্র্ণরূপে নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় পণ্যের খুচরো এবং পাইকারি উভয় ক্ষেত্রে পূ্র্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু জরুরি। একটি দাবিপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসক মারফত দেওয়া হয়। গুয়াহাটিতে শতাধিক কর্মী মিছিল করে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র দেন।

গণদাবী ৭৪ বর্ষ ১৪ সংখ্যা ১২ নভেম্বর ২০২১