Breaking News

মূল্যবৃদ্ধির প্রতিবাদে নানা জেলায় বিক্ষোভ

হাজরা মোড়, কলকাতা

পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, ডাল, ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেল, ব্যাঙ্ক, বিমা, কয়লা, ইস্পাত সহ রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ, কালা কৃষি আইন ও জনবিরোধী বিদ্যুৎ আইন, ভ্যাক্সিন নিয়ে দুর্নীতি এবং আদিবাসীদের স্বার্থে আন্দোলনরত স্ট্যান স্বামীকে হত্যা প্রভৃতির প্রতিবাদে ৯ জুলাই এসইউসিআই(সি)-র হাওড়া জেলা কমিটির ডাকে হাওড়া ময়দান থেকে শিবপুর ট্রাম ডিপো পর্যন্ত বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য কমিটির সদস্য কমরেড জৈমিনি বর্মন ও জেলা সম্পাদক কমরেড সৌমিত্র সেনগুপ্ত। মিছিল শিবপুর ট্রাম ডিপোতে পৌঁছলে একটি সংক্ষিপ্ত সভা হয় এবং কুশপুতুল ও প্রতীকী গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়। এই মিছিলের পর একটি প্রতিনিধি দল সরকারি ও বেসরকারি বাস চালানো এবং বাসের ভাড়া না বাড়ানোর দাবিতে আরটিও- র কাছে ডেপুটেশন দেন।

হাওড়া

 

মেদিনীপুর
নদীয়া

গণদাবী ৭৩ বর্ষ ৩৯ সংখ্যা