Breaking News

মুরারইয়ে দাবি আদায় বিদ্যুৎ গ্রাহকদের

পোড়া ট্রান্সফরমার দীর্ঘদিন ধরেই পড়ে থাকছে, পাল্টানো হচ্ছে না, মিটার থাকা সত্ত্বেও কৃষি বিদ্যুৎ গ্রাহকদের অন্যায়ভাবে হাজার হাজার টাকায় ভুয়ো বিল মেটাতে বাধ্য করা হচ্ছে, প্রতিবাদ করতে গেলে বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষ দুর্ব্যবহার করে গ্রাহকদের অফিস থেকে বের করে দিচ্ছে, মিথ্যা কেস দিয়ে হয়রান করছে৷ সমস্যা জর্জরিত গ্রাহকদের নিয়ে কথা বলতে বা ডেপুটেশন দিতে গেলে স্টেশন ম্যানেজারকে পাওয়া যায় না, পেলেও চলতে থাকে গড়িমসি৷ এই অবস্থায় ২১ অক্টোবর বীরভূমের মুরারইয়ে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে বিদ্যুৎগ্রাহক সমিতি অ্যাবেকা৷

স্টেশন ম্যানেজার প্রথমে উপস্থিত থাকার কথা জানালেও ২০ তারিখ ফোন করে দিন পরিবর্তন করতে বলেন৷ নেতৃত্ব অনড় থাকায় পরে পুলিশ দিয়ে চাপ দিতে থাকেন৷ কিন্তু কর্মসূচি অপরিবর্তিত থাকে এবং পরদিন সকাল থেকেই গ্রাহকদের জমায়েত দেখে স্টেশন ম্যানেজার আলোচনায় বসতে বাধ্য হন৷ প্রচুর পুলিশ এলাকা ঘিরে রাখে৷

গ্রাহকদের অনমনীয় মনোভাবের সামনে স্টেশন ম্যানেজার দাবি মানতে বাধ্য হন৷ ৩টি বিকল ট্রান্সফরমারের মধ্যে দু’টি তখনই পরিবর্তন করার এবং অ্যাবেকার দেওয়া তালিকা অনুযায়ী পাঠানো সমস্ত অন্যায় বিল আগামী এক মাসের মধ্যে সংশোধন করে পাঠানোর প্রতিশ্রুতি দেন৷ দাবি আদায়ে অ্যাবেকার সংগ্রামী ভূমিকা গ্রাহকদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করে৷

(গণদাবী : ৭২ বর্ষ ১২ সংখ্যা)

 

Check Also

নভেম্বর বিপ্লব বেকার সমস্যার পুঁজিবাদী অভিশাপকে দূর করেছিল

স্বাধীনতার পর থেকেই বেকার সমস্যায় জর্জরিত ভারতের যুবসমাজ। যত দিন যাচ্ছে, তা বাড়ছে। এই পরিস্থিতিতে …