বিহারে মুজফ্ফরপুরের কুড়নী ব্লকে এস ইউ সি আই (সি)-র নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর এলাকার মানুষ বিডিও দফতরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, মনরেগা শ্রমিকদের নাম নথিভুক্তি, দলিত বসতিগুলোয় রাস্তা নির্মাণ, দরিদ্র মানুষের থাকার জায়গা, স্মার্ট মিটার বাতিল, কুড়নী ব্লককে খরাপীড়িত ঘোষণা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া ইত্যাদি। এই আন্দোলনে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক অর্জুন কুমার, রাজ্য কমিটির সদস্য লালবাবু মাহাতো, কৃষক নেতা কাশীনাথ সাহনি প্রমুখ।