আলিপুরদুয়ার : পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আলিপুরদুয়ার শাখার পক্ষ থেকে ১২ অক্টোবর মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক স্মারকলিপি দিয়ে অতিমারি পরিস্থিতিতে সর্বাঙ্গীন সুরক্ষা ও পূর্ণ পারিশ্রমিকের দাবি জানানো হয়। আশাকর্মীরা রুটিন কাজের পাশাপাশি কো-মর্বিডিটির তথ্য সংগ্রহ ও কোভিড চিহ্নিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে লালারস সংগ্রহ করছেন। এই অবস্থায় স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ২১ হাজার টাকা ন্যূনতম বেতন, পি এফ, পেনশন, গ্র্যাচুইটি, করোনা অ্যালাউন্স, কোভিড আক্রান্তদের ক্ষতিপূরণ, ৮.৩৩ শতাংশ বোনাস, উপযুক্ত ট্রেনিং, উপযুক্ত পারিশ্রমিক দাবি করা হয়।
হাওড়া : জেলার আশাকর্মীরা ২৯ সেপ্টেম্বর সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ দেখান। সরকারি স্বাস্থ্য কর্মীর মর্যাদা দিয়ে ফরম্যাট প্রথা বাতিল করা, মাসিক বেতন ২১ হাজার টাকা করা, উপযুক্ত পরিকাঠামো ছাড়া ‘দিশা’ ডিউটি করানো চলবে না সহ সাতটি গুরুত্বপূর্ণ দাবিতে তারা ডেপুটেশন দেন। নেতৃত্ব দেন হাওড়া জেলা সম্পাদিকা মধুমিতা মুখার্জি। কিন্তু সিএমওএইচ আশা কর্মীদের সঙ্গে কথা বলতে অস্বীকার করায় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ৬ অক্টোবর দেখা করতে বাধ্য হন। বাসন্তী সিট ও চৈতালি ভোক্তা দাবি সনদ নিয়ে কথা বলেন। ডেপুটেশনের পূর্বে হাওড়া বঙ্কিম সেতুর নিচে একটি বিক্ষোভ সভায় বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে হাওড়া শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।