সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা অতি নিম্নমানের বলে চিকিৎসকরা অভিযোগ করছেন। অতিসাধারণ রেনকোটকেই পিপিই বলে দেওয়া হয়েছে। যে চশমা দেওয়া হয়েছে একবার পরলেই তার কাচ খুলে পড়ে যাচ্ছে এমন অভিযোগও উঠছে।
মাস্কের বদলে পাতলা কাপড়ের টুকরো দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন, চিনে যেখানে চারস্তরের পুরো দেহ ঢাকা পোশাক, উন্নত মাস্ক এবং হেডগিয়ার নিয়ে চিকিৎসকরা রোগের বিরুদ্ধে লড়াই করেছেন, সেখানে এই নিম্নমানের সরঞ্জাম স্বাস্থ্যকর্মীদের বিপদের মধ্যে ঠেলে দিতে পারে। তাঁরা অসুস্থ হয়ে পড়লে পুরো চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয় ঘটবে। বহু জায়গায় তাঁরা বিক্ষোভও দেখাচ্ছেন। এই পরিস্থিতি আটকাতে উন্নত সরঞ্জামের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকেই উদ্যোগী হওয়ার দাবি জানাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।