এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৭ এপ্রিল এক বিবৃতিতে বলেন,
চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সভা করে যে বক্তব্য রেখেছেন, তা ক্ষমতার রাজনীতির স্বার্থরক্ষা করার বাধ্যবাধকতা ছাড়া আর কিছু নয়। যে চূড়ান্ত দুর্নীতির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে সে সম্পর্কে যেমন একটি বাক্যও তিনি উচ্চারণ করেননি, তেমনি যাঁরা স্বচ্ছতা ও দক্ষতার সাথে চাকরি পেয়েছিলেন এবং যাঁরা দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পেয়েছেন– তাঁদের পার্থক্যও করেননি।প্রসঙ্গত, হাইকোর্টে রায়ের পর যখন তাঁর সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন করেছিল তখনও তিনি বলেছিলেন, কারও চাকরি খাওয়ার তিনি পক্ষপাতী নন। অথচ সুপ্রিম কোর্টে যখন প্রয়োজন ছিল যোগ্য-অযোগ্য পৃথক করার উপযোগী তথ্য তুলে ধরা, যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন বা তাঁর পরিচালনাধীন রাজ্য সরকার সে কাজটি করেনি। যোগ্য শিক্ষকদের চরম বিপদে ঠেলে দিয়ে তিনি এখন ত্রাতা হিসাবে নিজেদের প্রমাণ করার জন্য চেষ্টা করছেন। তিনি বলছেন, দু’মাসের মধ্যে তাঁদের চাকরির ব্যবস্থা করবেন অথবা বলছেন চাকরিহারারা স্বেচ্ছাশ্রম দিন। মুখ্যমন্ত্রীর এই বিভ্রান্তিকর বক্তব্যের আমরা তীব্র নিন্দা করছি ও অবিলম্বে যোগ্য-অযোগ্য পৃথক করার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের দাবি করছি।