উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ঘোলান্তি এলাকায় ২৭ নভেম্বর জমি নিয়ে শরিকি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়৷ ঘটনার উপর রাজনৈতিক রঙ দিয়ে এস ইউ সি আই (সি) দলের দুই কর্মী কমরেড সুজন কৃষ্ণ পাল এবং কমরেড দয়াল সিংহকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়৷ এই সংঘর্ষ এস ইউ সি আই (সি) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে জমি দখলের লড়াই ছিল না৷ তা সত্ত্বেও তৃণমূলের পক্ষ থেকে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে৷ এস ইউ সি আই (সি) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড দুলাল রাজবংশী জানান, কমরেড সুজনকৃষ্ণ পাল এবং দয়াল সিংহ ছাত্রাবস্থা থেকে এ আই ডি এস ও–র সঙ্গে যুক্ত হয়ে সুক্ল কলেজে ফি–বৃদ্ধির প্রতিবাদে, এসসি–এসটি স্টাইপেন্ডের দাবিতে, রেশন দুর্নীতি, পঞ্চায়েত দুর্নীতির প্রতিবাদে, প্রাথমিকে ইংরেজি এবং পাশ–ফেল চালু, সীমান্ত এলাকায় কৃষকদের বহু দাবিতে আন্দোলন, বৃত্তি পরীক্ষা পরিচালনা, দুঃস্থ ছাত্র–ছাত্রীদের জন্য ফ্রি–কোচিং, শিক্ষক–শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত আন্দোলন সহ বহু সাংস্কৃতিক আন্দোলন লাগাতার সংগঠিত করে চলেছেন৷ এতে এসইউসিআই (সি)–র শক্তিবৃদ্ধিতে কায়েমি স্বার্থন্বেষীদের স্বার্থে আঘাত লেগেছে৷ তাই তৃণমূলের একটি গোষ্ঠী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গণআন্দোলনের নেতৃত্বদ্বয়কে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে৷ তিনি নিরপরাধ দুই কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন৷