Breaking News

মিড-ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ সেপ্টেম্বর কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মীরা কর্মক্ষেত্রে তাঁদের শোষণ বঞ্চনার কথা তুলে ধরেন। তাঁরা বারো মাস কাজ করলেও বেতন পান দশ মাসের, তাও মাত্র ২০০০ টাকা। সেই টাকাও পঞ্চায়েত এলাকাগুলোতে গ্রুপে ভাগ করে নিতে হয়। ফলে হাড়ভাঙা পরিশ্রমেও সংসার চালাতে পারেন না। সাংসদ বিধায়কদের ভাতা বৃদ্ধি হলেও তাঁদের পারিশ্রমিক না বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে ১১ বছর ধারাবাহিক আন্দোলনের ফলে সরকার মাত্র ৫০০ টাকা মজুরি বৃদ্ধি করেছে।

সম্মেলনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সভানেত্রী রুনা পুরকায়েত, ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত বক্তব্য রাখেন। মিড-ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, পেনশন প্রকল্প চালু, সরকারি কর্মীর স্বীকৃতি আদায়ের লক্ষ্যে দীর্ঘস্থায়ী আন্দোলন করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন-এর উপদেষ্টা অধ্যাপিকা অনুরূপা দাস এবং এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস। সুনন্দা পণ্ডাকে সভানেত্রী, নীলাঞ্জনা কর ও মনোরমা হালদারকে যুগ্মসম্পাদক এবং শিবানী মজুমদারকে অফিস সম্পাদক করে ৭৪ জনের রাজ্য কমিটি গঠিত হয়।