Breaking News

মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের জয়নগর-১ ব্লক কমিটির পক্ষ থেকে মিড-ডে মিল কর্মচারীদের নানা সমস্যা সমাধানের দাবিতে ১৮ ডিসেম্বর বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। কমরেডস শিপ্রা সরকার, চন্দ্রা পিয়াদা, মনিকা সরকারের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধিদল আধিকারিকের সঙ্গে দেখা করেন। দাবি জানানো হয়– বছরে ১০ মাস নয়, ১২ মাসের বেতন, অতিরিক্ত দিন কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা, এই ভাতা না পাওয়া পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীর মনমতো ব্যক্তিকে তাঁর জায়গায় নিয়োগ করা, আইসিডিএস সহায়িকাদের মতো ৬৩০০ টাকা বেতন, পুষ্টিকর খাদ্যের জন্য ছাত্রছাত্রীদের মাথাপিছু বরাদ্দ বাজারদর অনুযায়ী বাড়ানো, কর্মীদের দুপুরে সেন্টারে খাওয়ার আইনি অধিকার, সরকারি কর্মীর স্বীকৃতি ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, কোনও অজুহাতেই কর্মী ছাঁটাই না করা এবং রান্নার জন্য গ্যাস ব্যাবহারের উপযুক্ত ব্যবস্থা করতে হবে।

বিডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। দুই শতাধিক মিড-ডে মিল কর্মীর উপস্থিতিতে ইউনিয়নের যুগ্ম রাজ্য সম্পাদিকা নীলাঞ্জনা কর তাঁর বক্তব্যে কর্মীদের সমস্যার কথা তুলে ধরেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও তীব্র আন্দোলন গড়ে তোলার বার্তা দেন।