৩০ ডিসেম্বর কোচবিহার শহরে মিছিল এবং অবরোধের পর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি দিলেন মিড-ডে মিল কর্মীরা। সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে এই কর্মসূচির শুরুতে শহরের ক্ষুদিরাম স্কোয়ারে সমবেত কর্মীরা দিল্লির কৃষক আন্দোলনের শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানান। সংগঠনের কোচবিহার সদর সভানেত্রী মঞ্জু সাহা, সহ সম্পাদিকা নমিতা চৌধুরী, কোষাধ্যক্ষা মমতা রায় এবং এ আই ইউ টি ইউ সি-র জেলা সম্পাদক বিপুল ঘোষ মাল্যদান করেন।
রামমোহন রায় স্কোয়ার মোড়ে কর্মীরা পথ অবরোধ করেন। পরে তাঁরা অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারাকলিপি দিয়ে ১১ দফা দাবি জানান। ২৮ জানুয়ারি মিড-ডে মিল কর্মীদের নবান্ন অভিযান সফল করার ডাক দেন নেতৃবৃন্দ।