মালদায় মিড ডে মিল কর্মীদের সভা

কেন্দ্রীয় সরকার এ বারের বাজেটে মিড ডে মিল কর্মীদের জন্য কোনও টাকা বাড়ায়নি। রাজ্য সরকার মাত্র ৫০০ টাকা বাড়িয়েছে। যা মূল্যবৃদ্ধির বাজারে অতি সামান্য। মিড ডে মিল কর্মীদের যে গুরুত্বপূর্ণ দাবি– ১২ মাসের বেতন দিতে হবে, তা কোনও সরকারই পূরণ করেনি। মে এবং অক্টোবর মাসে কাজ করিয়েও বেতন দেওয়া হয় না পুজো ও গ্রীষ্মের ছুটির অজুহাতে। বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা, পেনশন, পিএফ, বোনাস ও মাতৃত্বকালীন ছুটির দাবিতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের বৃহত্তর আন্দোলনের অঙ্গ হিসাবে ৮ মার্চ মালদার চাঁচোলে মালতিপুর বাজারে এবং ৯ মার্চ হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা হাটখোলায় মিড ডে মিল কর্মীদের সভা হয়।

রাজ্য সম্পাদক সুনন্দা পণ্ডা সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দাবিগুলি নিয়ে লক্ষ লক্ষ স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে।