মালদহে বিদ্যুৎ গ্রাহকদের ১৮ জুলাই পুলিশের গুলি চালানোর তীব্র নিন্দা করেছেন এসইউসিআই(কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। ওই দিনই এক বিবৃতিতে তিনি বলেন, মালদহের মানিকচকে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত মানুষের পথ অবরোধে পুলিশের গুলি চালানোর তীব্র নিন্দা করছি। পুলিশের এই গুলি চালনা রাজ্য সরকারের চূড়ান্ত জনবিরোধী চরিত্রকেই প্রকাশ করেছে। আমরা অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত করে দোষী পুলিশদের শাস্তি ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং যুদ্ধকালীন তৎপরতায় এলাকায় বিদ্যুৎ সমস্যার সমাধান দাবি করছি।
বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বিস্তীর্ণ মফঃস্বল এলাকা জুড়ে লাগাতার লোডশেডিং, প্রিপেড স্মার্ট মিটার চালু করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দলের রাজ্য কমিটির পক্ষ থেকে ১৮-২৪ জুলাই ‘প্রতিবাদ সপ্তাহ’ পালনের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত শহর, গ্রাম-গঞ্জ, হাট-বাজারে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি।