Breaking News

মার্কিন জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামকে সংহতি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)

কলকাতা

বর্ণবিদ্বেষী, অত্যাচারী সাম্রাজ্যবাদী মার্কিন শাসকের বিরুদ্ধে মার্কিন জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামকে সংহতি জানিয়ে ১ জুন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের বার্তা :

মার্কিন সাম্রাজ্যবাদের জনবিরোধী নীতির বিরুদ্ধে সে দেশের জনগণ যে ঐতিহাসিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি।

এই আন্দোলন শুধু বর্ণবৈষম্যমূলক অত্যাচারের বিরুদ্ধে নয়, মার্কিন সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর সকল জনবিরোধী নীতি– ব্যাপক বেকারত্ব, ছাঁটাই, অনাহার এবং কোভিড-১৯ মোকাবিলায় অপরাধমূলক অবহেলায় লক্ষাধিক লোকের মৃত্যু জনমানসে যে পুঞ্জীভূত ক্ষোভের সৃষ্টি করেছে, তারই এক আগ্নেয়গিরির বিষ্ফোরণ তুল্য।

এটা লক্ষণীয় যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অত্যাচারিত শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

এই সংগ্রাম পূর্বেকার বীরত্বপূর্ণ ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলন যা সাম্রাজ্যবাদের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল তাকে স্মরণ করিয়ে দিচ্ছে।

এই সংগ্রাম বিশ্বের সকল দেশের, শোষিত জনগণকে সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রাণিত করছে। এই সংগ্রাম এই শিক্ষাও দিচ্ছে যে প্রকৃত শক্তির উৎস সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী শাসকদের অস্ত্রাগার নয়, তার উৎস সাহসী অপ্রতিরোধ্য সংগ্রামী জনগণ।

আমরা বিশ্বাস করি, আমেরিকার সংগ্রামী জনগণ জয়যুক্ত হবেন।

 

১ জুন দেশ জুড়ে বিক্ষোভ ও মার্কিন প্রেসিডেন্টের কুশপুতুল দাহ

বর্ধমান
আসাম
শিলিগুড়ি
কর্ণাটক

 

ত্রিপুরা