মানুষের বেঁচে থাকার মতো অর্থ, খাদ্যের ব্যবস্থা করার দায়িত্ব সরকারকে নিতে হবে

প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণা সম্পর্কে কমরেড প্রভাস ঘোষ

জাতির উদ্দেশ্যে ২৪ মার্চ প্রধানমন্ত্রীর ভাষণের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে যে ভয়াবহ অবস্থার কথা বলেছেন তা বাস্তব। কিন্তু এই পরিস্থিতিতে দেশবাসী আশা করেছিল টেস্ট কিট নিয়ে গুরুতর সমস্যা সমাধানে তিনি কিছু ব্যবস্থার কথা বলবেন, যার কিছুই ভাষণে নেই। যে দেশে এমনিতেই গরিব মানুষ অনাহারে প্রতিদিন মারা যায় সেখানে সরকার তাদের রক্ষা করার জন্য বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়ার ব্যবস্থা করবে। দিনমজুরি যারা করেন এখন কাজ বন্ধ হওয়ার ফলে তারা রোজগারহীন হয়ে পড়ছেন। তাঁরা যাতে বেঁচে থাকার মতো ন্যূনতম অর্থ পান, খাদ্য পান সেটা দেখাও সরকারেরই দায়িত্ব। কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণে সেই দায়িত্বের কোনও লক্ষণ পাওয়া গেল না। এটা দেশবাসীকে খুবই হতাশ করবে।

(গণদাবী : ডিজিটাল বুলেটিন-২৮ মার্চ ২০২০)

Check Also

বাংলাদেশের গণঅভ্যুত্থানের অর্জিত সাফল্য হারিয়ে যেতে দেওয়া চলে না

বাংলাদেশের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ দুই হাত ছড়িয়ে বুলেটকে আহ্বান করে এই …