গণদাবীর ৭–১৩ জুন সংখ্যাটি পড়ার পর আমার মতামত রাখছি৷ এখানে উল্লেখিত অনেক বিষয়ই আমাকে নাড়া দিয়েছে এবং এর সাথে বাস্তবের কোনও অমিল পাই না৷ আমি খুব সোজাসুজিভাবে বলতে চাই যে, আমি দেশের আগে আমার রাজ্যকেই বরাবর প্রাধান্য দিয়ে এসেছি, তাই আজ বাংলার অবস্থা নিয়েই আলোচনা করতে চাই৷ এটা আমাদের কাছে পরিষ্কার যে, আমরা এই মুহূর্তে খুবই গুরুতর পরিস্থিতিতে অবস্থান করছি৷ রাজ্যে যখন কোনও চাকরি নেই, ফসলের দাম নেই, ছাত্রছাত্রীরা নিজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে, তখন আমাদের কাছে প্রধান বিষয় হচ্ছে, ‘জয় শ্রী রাম’, আর ‘মুখ্যমন্ত্রীর তাড়া করা’ এসব কী? আমরা কি এতটাই উদাসীন যে মানুষের যথার্থ দাবি আর এইসব স্লোগানের মধ্যে মধ্যে কোনও পার্থক্য করতে পারছি না? আমরা কি আমাদের ঐতিহ্যে মোড়া সোনার বাংলাকে এরকম জঘন্য অবস্থায় যেতে দেখে কিছুই করব না? উত্তর নেই আমার কাছে৷ কারণ সত্যই হয়তো আমরা নিজেদেরটা গুছিয়ে নিতে থাকাকেই প্রাধান্য দিয়ে ফেলছি৷ কিন্তু সবাই বসে পড়লে কীভাবে চলবে? এই কথাগুলো মানুষের কাছে পৌঁছতে হবে আরও বেশি মাত্রায়৷ বিশ্বাস ফেরাতে হবে৷
গৌতম দাস, মালদা