মানিকচকে গুলি চালনায় দোষী পুলিশ অফিসারদের শাস্তি দাবি অ্যাবেকার

পশ্চিম মেদিনীপুর

অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকার) সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ১৮ জুলাই এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, মালদহের মানিকচকে গত ছয় মাসধরে রাতে দীর্ঘ সময়লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহের অব্যবস্থার বিরুদ্ধে গ্রামবাসীরা অত্যন্ত সঙ্গত কারণে প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হয়েছিলেন। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি উপযুক্ত পরিষেবা না দিয়ে বছর বছর বিদ্যুতের বিল বাড়াচ্ছে। রাজ্য সরকারের উচিত ছিল রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির কাছে এই দীর্ঘ লোডশেডিং-এর কারণ তলব করা। কিন্তু তার বদলে প্রতিবাদী গ্রামবাসীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালাল। আমরা এর তীব্র নিন্দা করছি। দাবি করছি, ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী পুলিশ অফিসারদের অবিলম্বে শাস্তি, গুলিতে আহত গ্রামবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ, গ্রেফতার হওয়া নির্দোষ প্রতিবাদী গ্রামবাসীদের অবিলম্বে মুক্তি এবং এলাকায় অবিলম্বে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে।

সিপিডিআরএসের প্রতিবাদঃ মানিকচকে পুলিশের গুলি চালানোর তীব্র নিন্দা করেছে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস।

১৯ জুলাই এক বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজন ছিল শুরু থেকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা। তা না করে পুলিশের একরোখা আগ্রাসী মনোভাবের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষী পুলিশদের শাস্তি, গ্রেপ্তার হওয়া প্রতিবাদীদের অবিলম্বে মুক্তি, আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ সহ রাজ্য জুড়ে সর্বত্র বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়েছে সংগঠন।