মুখ্যমন্ত্রী জুলাই এবং আগস্ট মাসে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঘোষণা করলেও সুনির্দিষ্ট তারিখ এবং সামগ্রিক পরিকল্পনা এখনও জানানো হয়নি।
এই পরিপ্রেক্ষিতে এ আই ডি এস ও-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক ২৮ মে এক বিবৃতিতে বলেন, শুধু আমলাদের উপর নির্ভর না করে রাজ্য সরকারের উচিত ছিল এ বিষয়ে শিক্ষাবিদ, শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলির মত নেওয়া।
তিনি দাবি করেছেন, বিস্তৃত পরিকল্পনা, প্রশ্নের ধরন ইত্যাদি খুঁটিনাটি অবিলম্বে জানাতে হবে। ইয়াস দুর্গত এলাকার পরীক্ষার্থীদের জন্য অবিলম্বে শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারের পরীক্ষার্থীদের থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা সরকারি তত্ত্বাবধানে করতে হবে। সংগঠন দাবি করেছে, পরীক্ষার্থীদের সুরক্ষার দিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
হোম সেন্টারে পরীক্ষার স্বচ্ছতা রক্ষার জন্য পার্শ্ববর্তী স্কুলের শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ, সরকারি ব্যবস্থাতে উপযুক্ত পরিবহণের দাবি জানিয়েছে এআইডিএসও।