Breaking News

মাধ্যমিকঃ সুনির্দিষ্ট ঘোষণা করুক সরকার, দাবি তুলল AIDSO

কোভিড অতিমারির এই ভয়াবহ পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে শিক্ষা দপ্তর সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যক্ত করলেও মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি | কিংবা এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছাত্র-শিক্ষক প্রতিনিধি ও অতিমারি বিশেষজ্ঞদের মতামত আহ্বান করেনি। শুধুমাত্র ১ জুন থেকে এই পরীক্ষা হচ্ছে না সেটাই জানানো হয়েছে। ফলে এ রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। এই সংক্রমণের মধ্যে পরীক্ষা পিছিয়ে গিয়ে কবে হবে বা কীভাবে নেওয়া হবে, আদৌ পরীক্ষা নেওয়া হবে কি না, না হলে এবার মূল্যায়নই বা কী পদ্ধতিতে হবে— এমন নানা অনিশ্চয়তা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে কাজ করছে। এমনিতেই কোভিড অতিমারির এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বহু পরীক্ষার্থী স্বজন হারানোর ব্যথায় ব্যথিত। বহু পরীক্ষার্থীর পরিবার তাদের প্রিয়জনের চিকিৎসার জন্য বেহাল এই স্বাস্থ্য পরিকাঠামোর চূড়ান্ত অব্যবস্থায় দিশেহারা। তীব্র অর্থনৈতিক সংকটে বহু পরিবার জেরবার। তা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন বন্ধ থাকায় জীবনের প্রথম বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়েও অনেক যন্ত্রণার মধ্যে পরীক্ষার্থীরা দিন কাটাচ্ছে। এই অবস্থায় মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে সরকারের উদাসীনতা এবং সিদ্ধান্ত গ্রহণে তৎপরতার অভাব লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে তীব্র মানসিক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছে। এ আই ডি এস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ১০ মে রাজ্যের শিক্ষা দপ্তর এবং সমস্ত জেলায় জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়ে দাবি করা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার বিষয়ে ছাত্র-শিক্ষক প্রতিনিধি ও অতিমারি বিশেষজ্ঞদের মতামত আহ্বান করা হোক এবং অবিলম্বে সরকারি সুনির্দিষ্ট পরিকল্পনা দ্রুত ঘোষণা করা হোক।

গণদাবী ৭৩ বর্ষ ৩৩ সংখ্যা