মহিলাদের উপর অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে সভা সল্টলেকে

 

এআইএমএসএস বিধাননগর ইউনিটের উদ্যোগে সল্টলেকের আইপিএইচ হলে অভয়ার ন্যায়বিচার, নারীদের উপর ঘটে চলা অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে আলোচনা সভার আয়োজন করা হয় ৯ মার্চ। সভায় সল্টলেকের বহু বিশিষ্ট নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন ইন্ডিয়ান মিউজিয়ামের আনথ্রোপোলজি বিভাগের প্রাক্তন অধিকর্তা মিতা চক্রবর্তী। শুরুতে মেদিনীপুরে কোতোয়ালি থানায় চারজন ছাত্রীর উপর বর্বর নির্যাতনের বিরুদ্ধে প্রস্তাব পাঠ করেন সত্যবতী জানা। বক্তব্য রাখেন এমএসএস-এর কলকাতা জেলা কমিটির সদস্য সীমা দে। এ ছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক স্বাতী ভট্টাচার্য, এ আই এম এস এস-এর রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত ও বিশিষ্ট চিত্র পরিচালক শতরূপা সান্যাল।