এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৪ জানুয়ারি এক বিবৃতিতে বলেন,
১ জানুয়ারি ২০১৮ পুণে, মুম্বাই ও সংলগ্ন এলাকায় দলিত সম্প্রদায় ও উচ্চ বর্ণের মানুষের সংঘর্ষ এবং এক দলিত যুবককে হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি৷ সম্প্রতি তথাকথিত গো–রক্ষা, লাভ জিহাদ, জোর করে ধর্মান্তরকরণ ইত্যাদি ঘটনার অজুহাত তুলে, এমনকী এ সংক্রান্ত গুজবের ভিত্তিতেও পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপর হয়রানি ও জুলুমবাজি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, বহু ক্ষেত্রে হত্যার ঘটনাও ঘটছে৷ অধিকাংশ ক্ষেত্রেই উগ্র হিন্দুত্ববাদী আরএসএস–বিজেপি–সংঘ পরিবার ও তাদের সমর্থক গোষ্ঠীগুলিকে এ সব ঘটনায় যুক্ত থাকতে দেখা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে এ সব ঘটনা ঘটছে বিজেপি ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলির শাসনে থাকা রাজ্যগুলিতে যেখানে রাজ্য সরকার অপরাধ দমনের পরিবর্তে কোথাও প্রত্যক্ষ প্রশ্রয়দাতার, কোথাও নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে৷ আরএসএস–বিজেপির লক্ষ্যই হল, পুঁজিবাদী শাসনে জনসাধারণের জীবনজোড়া জ্বলন্ত সমস্যাগুলি থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে জাত–পাত–সাম্প্রদায়িকতার ভিত্তিতে খেটে খাওয়া মানুষের ঐক্য বিঘ্নিত করা৷
দলিতদের উপর আক্রমণ বন্ধ করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ ও আক্রান্তদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানোর সঙ্গে সঙ্গে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক চেতনার মানুষের প্রতি আমাদের আহ্বান, বারংবার আরএসএস–বিজেপির জাত–পাত–ধর্মের ভিত্তিতে দ্বন্দ্ব বাধিয়ে তোলার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদে সরব হোন এবং সচেতন শক্তিশালী গণতান্ত্রিক ও আদর্শগত সংগ্রাম গড়ে তুলে এই হত্যা ও হিংসার ঘটনাবলি প্রতিহত করুন৷