Breaking News

মহান স্ট্যালিন স্মরণ

70 Year 29 Issue 9 March 2018

৫ মার্চ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা স্ট্যালিন স্মরণ দিবসে দলের কেন্দ্রীয় অফিসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷মাল্যদান করেন পলিটব্যুরো সদস্য কমরেড অসিত ভট্টাচার্য৷ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু সহ অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

নানা স্থানে স্ট্যালিন স্মরণ

৫ মার্চ সারা রাজ্যে অসংখ্য স্থানে মহান স্ট্যালিন স্মরণ দিবস পালিত হয়৷ ছবিতে মাল্যদান, ব্যাজ পরিধান, আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়৷

কলকাতার টালিগঞ্জ মেট্রো স্টেশন
গড়িয়া