‘‘… দ্বিধাহীন কেন্দ্রীকরণ ও প্রলেতারিয়েতের কঠোরতম শৃঙ্খলাই বুর্জোয়ার ওপর বিজয়ের অন্যতম মূল শর্ত৷’’
‘‘… প্রলেতারিয়েতের বিপ্লবী পার্টির শৃঙ্খলা টিকে থাকে কীসে? তার যাচাই হয় কীসে? কীসে তা সংহত হয়? প্রথমত, প্রলেতারীয় অগ্রবাহিনীর সচেতনতা, তার বিপ্লবনিষ্ঠা, তার সহ্যশক্তি, আত্মত্যাগ ও বীরত্বে৷ দ্বিতীয়ত, সর্বাগ্রে প্রলেতারীয় এবং সেইসঙ্গে অ–প্রলেতারীয় মেহনতি জনের ব্যাপক অংশের সঙ্গেও যোগস্থাপনের, ঘনিষ্ঠতার এবং কিছুটা পরিমাণে, বলা যেতে পারে, মিশে যেতে পারার নৈপুণ্যে৷ তৃতীয়ত, এই অগ্রবাহিনী যে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে তার সঠিকতায়, তার রাজনৈতিক রণনীতি ও রণকৌশলের সঠিকতায় – এবং ব্যাপকতম জনগণ তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকেই যেন সে সঠিকতায় নিঃসন্দেহ হয়৷ বিপ্লবী যে পার্টি সত্যসত্যই বুর্জোয়ার উচ্ছেদ ও সমস্ত সমাজের রূপান্তর ঘটাতে কৃতসংকল্প, এক অগ্রণী শ্রেণির পার্টি হতে সমর্থ, সে পার্টিতে এই শর্তগুলো ছাড়া শৃঙ্খলা কার্যকরী করা অসম্ভব৷ এই শর্তগুলো ছাড়া শৃঙ্খলা গড়ে তোলার চেষ্টা অবধারিত রূপেই পরিণত হয় ফাঁকা কথায়, বুলিতে, তামাশায়৷ আবার অন্য দিকে এ শর্তগুলো সঙ্গে সঙ্গেই দেখা দেয় না৷ সেটা দেখা দেয় দীর্ঘ মেহনত ও দুঃসহ অভিজ্ঞতা থেকে৷ তা গড়ে তোলা সহজ হয় সঠিক বিপ্লবী তত্ত্ব থাকলে, যে তত্ত্বটা আবার আপ্তবাক্য নয়, বরং সত্যসত্যই চূড়ান্ত রূপ পায় কেবল গণআন্দোলন ও সত্যিকারের বিপ্লবী আন্দোলনের ব্যবহারিক ক্রিয়াকলাপের ঘনিষ্ঠ সাযুজ্যে৷’’
(লেফট উইং কমিউনিজম অ্যান ইনফ্যান্টাইল ডিজর্ডার)