Breaking News

মহান মাও সে তুঙ স্মরণে

‘‘আমাদের দেশে (চীনে) বুর্জোয়া-পেটিবুর্জোয়া ভাবাদর্শ, মার্কসবাদ বিরোধী ভাবাদর্শ অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। আমরা আমাদের দেশে মূলগতভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। উৎপাদনের উপায়গুলির মালিকানা বদলের মূল লড়াইয়ে আমরা জয়লাভ করেছি। কিন্তু রাজনৈতিক এবং আদর্শগত ক্ষেত্রগুলিতে আমরা এখনও সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারিনি। আদর্শগত ক্ষেত্রে সর্বহারা এবং বুর্জোয়া ভাবাদর্শের মধ্যে লড়াইয়ে শেষপর্যন্ত কে জিতবে তা এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি। বুর্জোয়া-পেটিবুর্জোয়া ভাবাদর্শের বিরুদ্ধে এখনও আমাদের দীর্ঘস্থায়ী লড়াই লড়তে হবে। এটা বুঝতে না পারা এবং আদর্শগত সংগ্রাম বর্জন করা হবে ভুল। সমস্ত ভ্রান্ত ধারণা, দলের মধ্যে সমস্ত বিষাক্ত আগাছা, সমস্ত মাতব্বরদের সমালোচনার মধ্যে আনতে হবে, কোনও অবস্থাতেই তাদের বিনা বাধায় বাড়তে দেওয়া যাবে না। যদিও সমালোচনা হওয়া উচিত সম্পূর্ণ যুক্তির ভিত্তিতে, বিশ্লেষণমূলক এবং প্রত্যয় সৃষ্টিকারী। সমালোচনা রুক্ষ, আমলাতান্ত্রিক, মনগড়া বা প্রশ্ন-উর্ধ্ব হবে না।”