‘‘সমস্ত প্রতিক্রিয়াশীলই হল কাগুজে বাঘ৷ প্রতিক্রিয়াশীলরা দেখতে ভয়াবহ, কিন্তু বাস্তবে তারা অত শক্তিশালী নয়৷ … এক সময় হিটলার কি খুব শক্তিশালী বলে বিবেচিত হত না? কিন্তু ইতিহাস প্রমাণ করে দিয়েছে যে সে ছিল কাগুজে বাঘ৷ এই একই রকম ছিল মুসোলিনি, ছিল জাপানি সাম্রাজ্যবাদও৷ … এইসব প্রতিক্রিয়াশীলরা পরাস্ত হবে এবং আমরা বিজয়ী হব৷ কারণটা আর কিছু নয়, প্রতিক্রিয়াশীলরা প্রতিনিধিত্ব করে প্রতিক্রিয়ার, আর আমরা প্রতিনিধিত্ব করি প্রগতির৷’’ —- মাও সে–তুং৷ আগস্ট ১৯৪৬
৯ সেপ্টেম্বর বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা এবং চীন বিপ্লবের রূপকার মাও সে–তুঙের ৪৪তম স্মরণ দিবস দলের উদ্যোগে দেশ জুড়ে পালিত হয়৷ সর্বত্র দলের অফিসে পতাকা উত্তোলন, প্রকাশ্য স্থানে মহান নেতার প্রতিকৃতিতে মাল্যদান এবং তাঁর রচনা থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়৷ কলকাতায় দলের কেন্দ্রীয় অফিসে পতাকা উত্তোলন এবং মাল্যদান করে শ্রদ্ধা জানান পলিটবুরো সদস্য কমরেড শংকর সাহা৷ উপস্থিত ছিলেন পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু এবং অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ৷