Breaking News

মহান মাও সে-তুং স্মরণে

৯ সেপ্টেম্বর চীন বিপ্লবের রূপকার, বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কমরেড মাও সে-তুং-এর ৪৫তম স্মরণ দিবস উপলক্ষে দলের শিবপুর সেন্টারে মহান নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ। দলের কেন্দ্রীয় অফিস ৪৮ লেনিন সরণিতে কমরেড মাও সে-তুং-এর ছবিতে মাল্যদান ও রক্তপতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা। দেশের সর্বত্র দলের অফিস, সেন্টার এবং জনবহুল স্থানে মাও সে-তুং স্মরণে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে তাঁর রচনা থেকে পাঠ এবং তার চর্চায় অংশ নেন দলের কর্মী-সমর্থকরা।

কেন্দ্রীয় অফিস
ঘাটশিলা