সত্যানুসন্ধান যার সবচেয়ে বেশি প্রয়োজন, মিথ্যাচার দিয়ে যার চলে না– সে হল সর্বহারা শ্রেণি। সত্যের দরকার, জ্ঞানের দরকার আজ সবচেয়ে বেশি শ্রমিক চাষি নিম্নমধ্যবিত্ত তথা সাধারণ মানুষের। কারণ, জ্ঞানের প্রদীপ ছাড়া, জ্ঞানের অস্ত্র ছাড়া, হাতিয়ার ছাড়া অজ্ঞাত সমস্যাগুলোর ভেতরে তারা রোশনি ফেলতে পারে না। যে সমস্ত ধোঁকাবাজি, যে সমস্ত অর্থনৈতিক রহস্য, সামাজিক রহস্য, বিভ্রান্তি ও চক্রান্তের জাল পুঁজিপতি শ্রেণি বিছিয়ে রেখেছে গোটা সমাজে, তার ফাঁসগুলো খুলতে হলে জ্ঞানের প্রদীপ জ্বালতে হবে। আর সে প্রদীপ বিজ্ঞান দিয়েই জ্বালা সম্ভব। তাই আজকের দুনিয়ায় বিজ্ঞানের সাধক বুর্জোয়ারা নয়– প্রলেটারিয়েটরাই।
(মার্ক্সবাদ ও মানব সমাজের বিকাশ প্রসঙ্গে)