Breaking News

মহান নভেম্বর বিপ্লব স্মরণে

১৯১৭ সালের ৭-১৭ নভেম্বর বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল রাশিয়াতে। বিপ্লবের ১০৭তম বার্ষিকী দলের কেন্দ্রীয় দফতর সহ রাজ্যে রাজ্যে বিপ্লবের রূপকার মহান লেনিন ও স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান, ব্যাজ পরিধান প্রভৃতির মধ্য দিয়ে পালিত হয়। কলকাতার এসপ্ল্যানেডে লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এসইউসিআই(সি)-র পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষiর ও কমরেড সৌমেন বসু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও কর্মী-সংগঠকরা