বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা লেনিনের নেতৃত্বে ৭–১৭ নভেম্বর রাশিয়ার বুকে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল৷ তাঁর সুযোগ্য উত্তরসূরি স্ট্যালিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক–কৃষক–ছাত্র সক্রিয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের মাতৃভূমিকে করে তুলেছিল আরও সুজলা–সুফলা ও উর্বর৷ বিজ্ঞান–সাহিত্য–খেলা অভিযান প্রতিটি ক্ষেত্রেই বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করেছিল সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন৷ বিশ্বের দেশে দেশে মেহনতি মানুষ এই ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ নিজেদের সংগ্রামকে শক্তিশালী করতে শপথ নেওয়ার দিন হিসাবে পালন করেন৷ এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর কেন্দ্রীয় অফিসে ৭ নভেম্বর পতাকা উত্তোলন ও মহান নেতা লেনিন–স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু৷ কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সাম্যবাদী আন্দোলনের মহান নেতাদের উদ্ধৃতি প্রদর্শনীও হয়৷