সপ্তদশ লোকসভা নির্বাচনে পাঁচটি জেলা নির্বাচনের মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর প্রথম দিন মনোনয়ন দাখিল করেন এস ইউ সি আই (সি) দলের প্রার্থীরা৷ দলের মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী তুষার জানা ও দীনেশ মেইকাপ প্রথম দিনে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে নমিনেশন জমা দেন৷ প্ল্যাকার্ড–ফেস্টুন হাতে মিছিল সহকারে প্রার্থী সহ দলের কর্মী–সমর্থকেরা জেলাশাসক দপ্তরে যান প্রার্থীর মনোনয়ন দাখিল করতে৷
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘গণআন্দোলনকে মূল লক্ষ্য করেই আমরা ভোটে লড়ছি৷ আমরা সারা বছর জনগণের নানা জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে যেমন আন্দোলন করে থাকি, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্যই জনগণের কাছে আমাদের ভোট চাওয়া৷’
উপস্থিত ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমল মাইতি, জেলা নেতৃবৃন্দ সহ আরও অনেকে৷ ওই একই দিনে সুসজ্জিত মিছিল করে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর চৌধুরী, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অজিত বাউরি, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তন্ময় মণ্ডল৷