Breaking News

মনোনয়ন দাখিল এসইউসিআই (সি) প্রার্থীদের

২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে চলেছেন দক্ষিণ কলকাতা, জয়নগর, যাদবপুর, মথুরাপুর ও ডায়মণ্ডহারবার কেন্দ্রের প্রার্থী যথাক্রমে দেবব্রত বেরা, জয়কৃষ্ণ হালদার, সুজাতা ব্যানার্জী, পূর্ণচন্দ্র নাইয়া ও অজয় ঘোষ (বাঁ দিক থেকে)

সপ্তদশ লোকসভা নির্বাচনে পাঁচটি জেলা নির্বাচনের মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর প্রথম দিন মনোনয়ন দাখিল করেন এস ইউ সি আই (সি) দলের প্রার্থীরা৷ দলের মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী তুষার জানা ও দীনেশ মেইকাপ প্রথম দিনে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে নমিনেশন জমা দেন৷ প্ল্যাকার্ড–ফেস্টুন হাতে মিছিল সহকারে প্রার্থী সহ দলের কর্মী–সমর্থকেরা জেলাশাসক দপ্তরে যান প্রার্থীর মনোনয়ন দাখিল করতে৷

মনোনয়ন জমা দিতে চলেছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুশীল মাণ্ডী

এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘গণআন্দোলনকে মূল লক্ষ্য করেই আমরা ভোটে লড়ছি৷ আমরা সারা বছর জনগণের নানা জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে যেমন আন্দোলন করে থাকি, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্যই জনগণের কাছে আমাদের ভোট চাওয়া৷’

মনোনয়ন জমা দিতে চলেছেন বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী অজিত বাউরি এবং বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী তন্ময় মণ্ডল

উপস্থিত ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমল মাইতি, জেলা নেতৃবৃন্দ সহ আরও অনেকে৷ ওই একই দিনে সুসজ্জিত মিছিল করে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর চৌধুরী, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অজিত বাউরি, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তন্ময় মণ্ডল৷

আসানসোল কেন্দ্রের প্রার্থী অমর চৌধুরী মনোনয়ন জমা দিতে চলেছেন

 

হাওড়া লোকসভা কেন্দ্রে প্রচারে প্রার্থী মহম্মদ শানাওয়াজ

(গণদাবী : ৭১ বর্ষ ৩৭ সংখ্যা)