এআইডিওয়াইও–র উদ্যোগে ১ এবং ২ জুলাই মধ্যপ্রদেশ রাজ্য যুব সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ভোপালের নীলম পার্কে আয়োজিত প্রকাশ্য অধিবেশন উপলক্ষে একটি সুসজ্জিত প্রদর্শনীর উদ্বোধন করেন সাহিত্যিক সুরেন্দ্র রঘুবংশী এবং কার্টুন–নিউজ কাটিং প্রদর্শনীর আবরণ উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক মোহনলাল মোদি৷
প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড প্রতিভা নায়ক৷ বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি)–র রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল৷ মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড রামনজনপ্পা৷ সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য কো–র্ডিনেটর কমরেড লোকেশ শর্মা৷ প্রকাশ্য অধিবেশনে গুনা, গোয়ালিয়র, অশোক নগর, ইন্দোর, শিবপুরী, শাজাপুর, উজ্জয়িনী, ধার, বিদিশা, রায়সেন, ভোপাল প্রভৃতি জেলা থেকে বহু সংখ্যক যুবক যোগ দেন৷ ২ জুলাই প্রতিনিধি অধিবেশনে মধ্যপ্রদেশের ১২টি জেলা থেকে ১১০ জন নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ উদ্বোধনী ভাষণ দেন ডি ওয়াই–র সর্বভারতীয় সহ সভাপতি কমরেড জুবের রব্বানি৷ মুখ্য বক্তা ছিলেন সর্বভারতীয় সভাপতি কমরেড রামনজনপ্পা৷ বক্তারা সকলেই বেকারি, অপসংস্কৃতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরদার যুব আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে যুব সংগঠন এআইডিওয়াইও–কে শক্তিশালী করার আহ্বান জানান৷
(৭০ বর্ষ ৪৭ সংখ্যা ১৩ জুলাই, ২০১৮)