২৮ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এআইডিওয়াইও-র উদ্যোগে বেকারিবিরোধী মতবিনিময় সভা হয়। ওই দিন সভার শুরুতে মনীষী জ্যোতিবা রাও ফুলের স্মরণ দিবসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট আইনজীবী অভিনব ধনৌড়েকর, বিশিষ্ট সাংবাদিক গৌরী শঙ্কর, কৃষক নেতা রামস্বরূপ মন্ত্রী, সামাজিক আন্দোলনের নেতা আর্শী খান এই সভার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। প্রধান বক্তা লোকেশ শর্মা বেকার সমস্যা সমাধানে মধ্যপ্রদেশ রাজ্য জুড়ে লাগাতার যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভার সঞ্চালক ছিলেন প্রমোদ নাম দেও। বেকার বিরোধী আন্দোলনের নেতা গোপাল প্রজাপতি, দীনেশ ঠাকুর, রবীন্দ্র পরিহার, সুমের বড়োলে বক্তব্য রাখেন। শেষে বেকারি বিরোধী আন্দোলন গড়ে তুলতে রাজ্য সাংগঠনিক কমিটি গঠিত হয়।