নয়া জাতীয় শিক্ষানীতির ক্রেডিট সিস্টেমের জটিলতায় মধ্যপ্রদেশের বহু বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সমস্যায় পড়েছেন। ছাত্রস্বার্থবিরোধী নানা নির্দেশ ও অর্ডিন্যান্স জারি হওয়ার ফলে ছাত্ররা দিশেহারা। এই পরিস্থিতিতে জিবাজি বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র পরীক্ষা নিয়মের অদ্ভূত জটিলতায় পড়ে অকৃতকার্য হয়েছেন। প্রতিবাদে এআইডিএসও সারা মধ্যপ্রদেশ জুড়ে আন্দোলন গড়ে তুলছে। গুনা, গোয়ালিয়র, অশোকনগর সহ বহু জায়গায় ধরনা, বিক্ষোভ ইত্যাদি কর্মসূচিতে বহু ছাত্র এআইডিএসও-র আন্দোলনে অংশ নিয়েছেন।
লাগাতার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট রিভিউ করে অধিকাংশ ছাত্রকেই পাশ বলে ঘোষণা করেছেন। সংগঠনের রাজ্য সভাপতি অজিত সিংহ এবং সম্পাদক শ্রুতি শিবহরে এই জয়ের জন্য ছাত্রসমাজকে অভিনন্দন জানিয়েছেন। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি, ফি বৃদ্ধি ও বেসরকারিকরণ প্রতিরোধে স্কুল কলেজে ছাত্র কমিটি গড়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন তাঁরা।