দক্ষিণ ২৪ পরগণায় মগরাহাটের মোহনপুর অঞ্চলের শালিকা গ্রামে বার কাম মদের দোকান খোলার বিরুদ্ধে নাগরিকরা বিক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের আশঙ্কা, মদের দোকান হলে অসামাজিক লোকজনের আনাগোনা বাড়বে, ঘরে ঘরে অশান্তি বাড়বে। নেশাগ্রস্ত মানুষের যান-চালনার ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়বে। এলাকার বেকার যুবকরা ব্যাপক হারে নেশাগ্রস্ত হয়ে পড়বে। এলাকার মহিলা ও ছাত্রছাত্রীরা কমিটি তৈরি করে আন্দোলন করছেন। বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গণস্বাক্ষরিত দাবিপত্র দেওয়া হয়।
আন্দোলনের চাপে দোকান খোলার প্রক্রিয়া সাময়িক থমকালেও প্রতিক্রিয়াশীল নানা গোষ্ঠী, সমাজবিরোধীদের মদতে পুনরায় দোকানটি চালু করার চেষ্টা চলছে। ফলে আট-দশটি গ্র্রামের সাধারণ মানুষ প্রচণ্ড বিক্ষোভে ফুঁসছে। ২২ জুলাই রামনাথপুর মোড়ে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রায় আটশো জন মানুষ উপস্থিত ছিলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভাপতিত্ব করেন মন্টু মণ্ডল। বহু বিশিষ্ট মানুষ বক্তব্য রাখেন। কনভেনশন থেকে ধামুয়া দক্ষিণ-আমড়াতলা-মোহনপুর নাগরিক কমিটি গঠিত হয়। কমিটির নেতৃত্বে আগামী দিনে মদ সহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে সভাপতি ঘোষণা করেন।