আলিপুরদুয়ার জেলার ফালাকাটা চুয়াখোলা গ্রামে মদ, গাঁজা ও জুয়ার ঠেক রমরমিয়ে চলছিল৷ স্কুল ছাত্র থেকে শুরু করে বাড়ির বহু মানুষ মদ গাঁজা ও জুয়ায় আসক্ত হয়ে পড়ায় প্রায় প্রতিটি সংসারেই অশান্তি নেমে এসেছে৷ মহিলা ও ছাত্রীদের উত্যক্ত করার ঘটনা নিত্য দিনের৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এসইউসিআই (সি) দলের যুব কর্মীদের উদ্যোগে গ্রামের মহিলারা অবৈধ মদ, গাঁজা ও জুয়ার ঠেক উচ্ছেদ করতে ‘মহিলা সংগ্রাম কমিটি’ গঠন করে আন্দোলন শুরু করেন৷ ১২ ফেব্রুয়ারি মহিলারা বিডিও দপ্তরে ডেপুটেশন দিয়ে মদ, গাঁজা ও জুয়া বন্ধের দাবি জানান৷ ফালাকাটা থানাতেও এই দাবি জানানো হয়৷ ১৪ ফেব্রুয়ারি এলাকায় দলবদ্ধভাবে মাদক বিক্রেতাদের বাড়ি গিয়ে বিক্রি বন্ধ করার জন্য অনুরোধ করেন তাঁরা৷ এরপর মদ ও গাঁজা বিক্রেতাদের হুমকি উপেক্ষা করে ২৪ ফেব্রুয়ারি মহিলারা এলাকায় মিছিল করেন৷ নেতৃত্ব দেন গিরিবালা বর্মন, গায়ত্রী বর্মন, কল্যাণী বর্মন, চম্পা বর্মন প্রমুখ৷ আন্দোলনের চাপে মাদক ব্যবসায়ীরা সংযত হতে বাধ্য হয়৷ প্রশাসনও এলাকায় টহলদারি বাড়িয়েছে৷