মদের প্রভাবে বেড়ে চলেছে অসামাজিক কাজ৷ চুরি–ডাকাতি, মহিলাদের উপর অত্যাচার ছাড়াও নেশার টাকার জন্য বাবাকে খুন করছে ছেলে, মাকে ধরে পেটাচ্ছে৷ সর্বত্র চলছে মদ্যপদের দৌরাত্ম্য৷ সরকার এর কোনও প্রতিকার না করে উৎসাহ দিয়ে চলেছে মদ্যপানে৷ দিয়ে চলেছে একের পর এক দোকানের ঢালাও লাইসেন্স৷ এর প্রতিকার কীভাবে সম্ভব তা নিয়ে বিচলিত অভিভাবকরা, নানা অংশের মহিলারা এবং সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷
এইরকম পরিস্থিতিতে ১৫ মার্চ রাজ্যের সর্বত্র মদবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল এস ইউ সি আই (সি)৷ কোথাও আবগারি দপ্তরে, কোথাও ডিএম–এসডিও দপ্তরে বিক্ষোভে সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ৷ তাদের জীবনের অন্যান্য জ্বালা–যন্ত্রণার সাথেই এর ভয়াবহ বিপদ বুঝে মহিলারাই বেশি সামিল হয়েছিলেন বিক্ষোভ মিছিলে৷
কলকাতার বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় থেকে সহস্রাধিক মানুষ মিছিল করে আবগারি দপ্তরে ডেপুটেশন দিতে যান৷ সেন্ট্রাল অ্যাভিনিউতে আবগারি দপ্তরের বেশ কিছুটা আগেই পুলিশ মিছিলের পথ আটকালে সেখানে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি হয়৷ পরে ওখান থেকে এস ইউ সি আই (সি)–র এক প্রতিনিধি দল আবগারি দপ্তরের অফিসারের কাছে ডেপুটেশন দেয়৷
ওই দিন দক্ষিণ ২৪ পরগণার জেলা সদর বারুইপুরে এসডিও দপ্তরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখান৷ বাঁকুড়ার এসডিও দপ্তরে ও আবগারি দপ্তরে বিক্ষোভ হয়৷ জেলার খাতড়া ও ছাতনা, হিড়বাঁধ, বিষ্ণুপুর, সোনামুখীতেও বিক্ষোভ হয়৷ জলপাইগুড়ি সদর ব্লক কমিটির পক্ষ থেকে আবগারি দপ্তরে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয়৷ ধূপগুড়ি বিডিওতেও ডেপুটেশন দেওয়া হয়৷ দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে মিছিল করে শিলিগুড়ি কোর্ট মোড়ে আবগারি দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়৷ নদীয়া জেলার তেহট্ট, কৃষ্ণনগর, রানাঘাট, দেবগ্রাম, পলশুণ্ডায় আবগারি দপ্তর ও প্রশাসনিক কর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়৷ বীরভূমের সিউড়িতে ডি এম দপ্তরে বিক্ষোভ দেখান তিন শতাধিক মানুষ৷ অন্যান্য জেলাতেও বিক্ষোভ–ডেপুটেশন হয়৷