মদ ও মাদক দ্রব্য বিরোধী আন্দোলন জেলায় জেলায়

ঝাড়গ্রাম

মদের দোকানের নতুন লাইসেন্স না দেওয়া, পুরনো লাইসেন্স বাতিল সহ নানা দাবিতে ঝাড়গ্রামের রাধানগর গ্রামের প্রায় ২০০ জন মহিলা ১৫ জুলাই জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখান৷

দক্ষিণ দিনাজপুর

১৪ জুলাই বালুরঘাটে মন্মথ মঞ্চে দুই শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মদ ও মাদক দ্রব্য বিরোধী নাগরিক কনভেনশন৷ মূল প্রস্তাব উত্থাপন করেন শিক্ষিকা শিউলি দাস৷ প্রধান বক্তা ছিলেন নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রুনা পুরকায়েত৷ কনভেনশনে প্রণবেশ চৌধুরীকে  সভাপতি, বাবলি বসাককে সম্পাদক এবং সাগর সরকারকে কোষাধ্যক্ষ করে দক্ষিণ দিনাজপুর জেলা মদ ও  মাদক বিরোধী নাগরিক কমিটি গঠিত হয়৷

পশ্চিম মেদিনীপুর

একই দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় পশ্চিম মেদিনীপুরের দাঁতন–২ জাগরণ মঞ্চ৷ মঞ্চের পক্ষ থেকে শতাধিক মহিলা সহ এলাকার মানুষ মিছিল করে ১৮ জুলাই দাঁতন–২ বিডিও এবং জোড়াগেড়িয়া ফাঁড়ির ওসির কাছে ডেপুটেশন দেন৷ মঞ্চের দাবি, এলাকায় লাইসেন্সপ্রাপ্ত এবং অবৈধ মদের দোকান বাড়ছে৷ এর ফলে সুক্লের ছাত্ররা পর্যন্ত মাদকাসক্ত হয়ে পড়ছে৷ বিডিও দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীপঙ্কর দাস, সুভাষ দাস প্রমুখ৷ জাগরণ মঞ্চের আন্দোলনের ফলে দাঁতন–২ ব্লকে বৃহৎ একটি কোম্পানির গড়ে তোলা মদের কারখানা বন্ধ হয়ে যায় কয়েক বছর আগে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৫০ সংখ্যা)