Breaking News

মদের প্রসারে তৎপর সরকার, নারী–নিরাপত্তায় নয়

দক্ষিণ ২৪ পরগণা

রাজ্য সরকার নতুন করে ১২০০ মদের দোকানের লাইসেন্স দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলনে নেমেছে এ আই এম এস এস৷

 দক্ষিণ ২৪ পরগণা : জেলায় ৭–২৪ সেপ্টেম্বর পাঁচটি জোনে এই আন্দোলন সংঘটিত হয়৷ ৭ সেপ্টেম্বর কুলতলি বিডিও এবং আবগারি দপ্তরে ২ শতাধিক মহিলা বিক্ষোভ দেখান৷ ১১ সেপ্টেম্বর জয়নগর থানা ও আবগারি দপ্তরে দেড় শতাধিক মহিলা বিক্ষোভ দেখান৷ ১৩ সেপ্টেম্বর কাকদ্বীপে শতাধিক মহিলা এসডিপিও এবং আবগারি দপ্তরে বিক্ষোভ দেখান এবং মিছিল সারা শহর পরিক্রমা করে৷ ১৪ সেপ্টেম্বর ক্যানিং মহকুমা শাসক ও আবগারি দপ্তরে, ২৪ সেপ্টেম্বর ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের কাছে ও আবগারি দপ্তরে বিক্ষোভ দেখানো হয়৷ এখানে তিনশত মহিলার বিক্ষোভ মিছিলের পর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা হয়৷ সভাপতিত্ব করেন কমরেড হেমলতা পুরকাইত৷ বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা কমরেড মাধবী প্রামাণিক এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কল্পনা দত্ত৷

পূর্ব মেদিনীপুর : ২৪ সেপ্টেম্বর তমলুকে দুই শতাধিক মহিলা হাসপাতাল মোড়ে বিক্ষোভ দেখান৷ এক প্রতিনিধি দল জেলাশাসক ও আবগারি দপ্তরে ডেপুটেশন দিয়ে মদের ঢালাও লাইসেন্স দেওয়া, নারী নিগ্রহ রোধে প্রশাসনের উদাসীনতা, অপরাধীদের গ্রেপ্তার না করা ও সময়মতো  চার্জশিট না দেওয়ার তীব্র প্রতিবাদ জানায়৷ অবস্থানে বক্তব্য রাখেন কমরেডস হাফেজা নায়েক, শ্রাবন্তী মাজি, শ্রাবণী পাহাড়ি, বেলা পাঁজা, রীতা প্রধান প্রমুখ৷ শেষে মহিলা মিছিল শহর পরিক্রমা করে৷

কোচবিহার : ২৪ সেপ্টেম্বর  কোচবিহারে এসডিও অফিসের সামনে আইন অমান্য করা হয়৷ পাঁচ শতাধিক মহিলার দৃপ্ত মিছিল শহরের নানা রাস্তা ঘুরে আইন অমান্য করে৷ নেতৃত্ব দেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সাত্বনা দত্ত, রাজ্য কমিটির সদস্য যূথিকা নাথ, রাজ্য সহ সভানেত্রী কাবেরী গাঙ্গুলী, জেলা সম্পাদিকা নমিতা বর্মণ৷ আইন অমান্যকারীদের উপর পুলিশ বিনা প্ররোচনায় হামলা চালায়৷ আহত হন জেলা কমিটির সদস্য কমরেডস পূর্ণিমা রবিদাস, রবিয়া সরকার, নমিতা বর্মণ সহ ১১ জন৷ পুলিশ ৪৫৩ জনকে গ্রেপ্তার করে৷

মুর্শিদাবাদ : ২৪ সেপ্টেম্বর সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটি বহরমপুর শহর ও জঙ্গিপুরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ মিছিল শুরুর আগে শহিদ প্রীতিলতার প্রতিকৃতিতে মাল্যদান ও ব্যাজ পরিধান করানো হয়৷ জেলা সভানেত্রী কমরেড পূর্ণিমা কর্মকারের নেতৃত্বে বহরমপুরে প্রায় পাঁচ শতাধিক মধ্যবিত্ত, পরিচারিকা, মাছ বিক্রেতা সহ নির্যাতিতা সাধারণ মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন৷

উত্তর ২৪ পরগণা : ২৪ সেপ্টেম্বর হাবড়া স্টেশন থেকে মহিলা–মিছিল হাবড়া থানায় যায়৷ জেলা কমিটির সদস্য কমরেডস শ্যামলী মুন্সি, শিপ্রা ঘোষ এবং হাবড়া কমিটির ইনচার্জ শতরূপা ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধিদল আইসি–র কাছে ডেপুটেশন দেন৷ সমাবেশে তাঁরা বক্তব্য রাখেন৷ বারাসাত রেলস্টেশন চত্বরে মদ, নারী নির্যাতন ও অশ্লীলতা প্রতিরোধে এক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেডস দীপালী দত্ত, ক্ষমা পণ্ডা, পরিচারিকা সমিতির জেলা নেত্রী কমরেড শিখা দাস৷ বসিরহাটে মহিলারা এসডিও অফিসে বিক্ষোভ দেখান৷ জেলা সহ সভানেত্রী কমরেড সবিতা কর্মকার,  কমরেড শিখা মুখার্জীর নেতৃত্বে এক প্রতিনিধিদল এসডিও–তে ডেপুটেশন দেন৷ বনগাঁর ত্রিকোণ পার্কে জমায়েত হয়ে মদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল শহর পরিক্রমা করে৷ সংগঠনের জেলা সম্পাদিকা শিবানী হালদারের নেতৃত্বে এসডিও অফিসে এক প্রতিনিধিদল ডেপুটেশন দেন৷ সংলগ্ন চত্বরে সভা অনুষ্ঠিত হয়৷ ব্যারাকপুরে স্টেশন চত্বরে শহিদ প্রীতিলতা স্মরণে অবস্থান, স্মারক ব্যাজ পরিধান, স্বাক্ষর সংগ্রহ করা হয় এবং ঢালাও মদের দোকান খোলা ও নারী নির্যাতনের বিরুদ্ধে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ মহকুমাশাসকের কাছে ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়৷ প্রতিনিধিদলে ছিলেন কমরেডস রত্না দত্ত, অনিতা মাইতি, কল্পনা ব্যানার্জী, সুজাতা রায়, রত্না কুণ্ডু, রিমা বল৷ অবস্থানে বক্তব্য রাখেন কমরেডস সুজাতা রায়, সোমা বসু প্রমুখ৷

বাঁকুড়া

বাঁকুড়া : ২৭ সেপ্টেম্বর জেলাশাসকের নিকট বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত হয়৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক মহিলা তামলিবাঁধ মাঠে জমায়েত হয়ে মিছিল করে বাঁকুড়া শহর পরিক্রমা করে৷ জেলাশাসক অফিসে পৌঁছলে পুলিশ মিছিলের গতি রোধ করে৷ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বাঁকুড়া জেলা সভানেত্রী কমরেড কবিতা সিংহবাবু৷

পুরুলিয়া

পুরুলিয়া :সংগঠনের জেলা কমিটির উদ্যোগে ২৫ সেপ্টেম্বর  জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয়৷ ৫৩০ জন মহিলা অংশগ্রহণ করেন৷ ৫ জনের প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করেন৷ মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুনীতি ভট্টাচার্য, জেলা সভানেত্রী কমরেড বন্দনা ভট্টাচার্য, জেলা সম্পাদিকা কমরেড রানি মাহাতো, জেলা কমিটির সদস্য কমরেডস অনিতা মাহাতো, কমরেড জানো মাহাতো, কমরেড জলি দাস৷

নদিয়া : এম এস এস–এর জেলা সভাপতি কমরেড বাতশোভার নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদল জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেন৷ বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড মিনতি সরকার ও জেলা সম্পাদক কমরেড লক্ষ্মী মাইতি৷

পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর :বিক্ষোভ মিছিলে দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন৷ জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়৷

(৭১ বর্ষ ১০ সংখ্যা ৫ -১১ অক্টোবর, ২০১৮)