কয়েক মাস আগে মগরাহাট থানার মুল্টি অঞ্চলের তসরালা গ্রামে মদের দোকান ও বার খোলার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল আজ তা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে৷ আন্দোলন শুরু হয়েছে যুগদিয়া ও গোকর্ণী অঞ্চলে, মন্দিরবাজার থানার মাধবপুর–যাদবপুর গ্রামে, কুলতলী থানার দেউলবাড়ি অঞ্চলের মানিকপীরের মোড়ে৷
সর্বত্র স্বর্তঃস্ফূর্ত ভাবে হাজার হাজার মানুষ কোথাও ‘নাগরিক মঞ্চ’, কোথাও ‘মহিলা সাংস্কৃতিক মঞ্চ’, কোথাও ‘সমাজকল্যাণ কমিটি’ তৈরি করে প্রতিরোধ আন্দোলনে সামিল হচ্ছে৷ এতে মহিলাদের ভূমিকা বিশেষ ভাবে উল্লেখ্য৷ নেতৃত্ব দিচ্ছেন অল ইণ্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ৷ ঘটছে পুলিশের সাথে সরাসরি সংঘর্ষও৷ গোকর্ণীতে বিক্ষুব্ধ জনতা মদের দোকান, মদবোঝাই গাড়ি ভেঙে দিয়েছে৷ ৯ ফেব্রুয়ারি সেখানে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ মন্দিরবাজারে হাজারখানেক মানুষ প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ করেন৷ শেষে আবগারি দপ্তরের পক্ষ থেকে মদের দোকান বন্ধ করার বিষয়ে ভেবে দেখার আশ্বাস দিলে অবরোধ তোলা হয়৷ সারা জেলা জুড়ে মদবিরোধী আন্দোলনে সংঘবদ্ধ জনতার একটাই বক্তব্য– সমাজ–সভ্যতা ধ্বংসকারী সর্বনাশা মদ বিক্রির সরকারি সিদ্ধান্ত আমরা কার্যকরী হতে দেব না৷ অবিলম্বে সরকারকে মদ বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে৷