মথুরাপুরে কৃষি বিদ্যুৎ গ্রাহকদের জয়

ফাইল চিত্র

দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর থানার কৃষি–বিদ্যুৎ গ্রাহকদের প্রথমে মিটার বিহীন সংযোগ দেওয়া হচ্ছিল৷ ২০১৪–’১৫ সাল থেকে মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়৷ কিন্তু কিছু গ্রাহককে মিটারের মাধ্যমে আর কিছু গ্রাহককে মিটার বিহীন সংযোগ দেওয়ায় এবং বিল বন্ধ বা খারাপ মিটারের ক্ষেত্রে মনগড়া বাড়তি বিল আসতে থাকায় কৃষকদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়৷

অ্যাবেকা দাবি জানায়, হয় কৃষকদের সবাইকে পরীক্ষিত মিটারের মাধ্যমে অথবা সবাইকেই মিটার বিহীন চুক্তিভিত্তিক বিদ্যুৎ সরবরাহ করতে হবে৷ কিন্তু স্টেশন ম্যানেজার সেই দাবি না মানায় ১৫ জানুয়ারি আড়াই শতাধিক কৃষি বিদ্যুৎ গ্রাহককে নিয়ে অ্যাবেকা স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে৷ ৫ ঘন্টা ঘেরাও চলার পর স্টেশন ম্যানেজার ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের প্রুতিশ্রুতি দিতে বাধ্য হন৷ ১৮ জানুয়ারি আবার আলোচনা হয়৷ খারাপ ট্রান্সফর্মার পরিবর্তন করা এবং টেস্ট রিপোর্টের ভিত্তিতে মিটার লাগানো, টেস্ট রিপোর্ট না থাকলে মিটার বিহীন সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়৷ আলোচনায় সহ সভাপতি দিব্যেন্দু মুখার্জী, জেলা সম্পাদক রামচন্দ্র সাহু এবং ডাঃ সুদর্শন নাইয়া প্রমুখ উপস্থিত ছিলেন৷