Breaking News

মণিপুরে বর্বরতায় দায়ী কেন্দ্র-রাজ্যের বিজেপি সরকার– এআইএমএসএস

পাটনা

মণিপুরে পুলিশি হেফাজত থেকে তিন মহিলাকে ছিনিয়ে নিয়ে পুলিশেরই যোগসাজশে উগ্র জাতিবিদ্বেষে অন্ধ একদল দুর্বৃত্ত যেভাবে তাঁদের নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছে ও পরে বর্বর গণধর্ষণ চালিয়েছে, সেই ঘটনার তীব্র নিন্দা করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড ছবি মহান্তি ২০ জুলাই এক বিবৃতিতে বলেন, গোটা দেশের পক্ষে লজ্জাজনক এই ঘটনা দেখিয়ে গেল, পুলিশ-প্রশাসন নীরব দর্শক অথবা প্রশ্রয়দাতার ভূমিকা নিলে এই ধরনের সাম্প্রদায়িক জাতিগত-গোষ্ঠীগত দাঙ্গায় মহিলারাই হন আক্রমণের সহজ নিশানা। তিনি বলেন, এই ভয়াবহ ঘটনা ও মণিপুরে এই ভয়ানক পরিস্থিতি চলতে দেওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারই দায়ী।

কমরেড ছবি মহান্তি অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সোচ্চার হওয়ার আবেদন জানান।