দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে যত্রতত্র মদের দোকান খোলার বিরুদ্ধে গড়ে উঠেছে ব্যাপক আন্দোলন৷ মগরাহাট এবং উস্থি দুটি ব্লক জুড়ে মদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে৷ যত্রতত্র ঢালাও মদের লাইসেন্স দেওয়ার সরকারি নীতি, প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলা, সাম্প্রদায়িক বিভাজনের জঘন্য প্রচেষ্টা প্রভৃতির বিরুদ্ধে মগরাহাট মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ, পথসভা প্রভৃতির মাধ্যমে ব্যাপক জনমত গডে উঠেছে৷ ৩০ ডিসেম্বর উস্থি বাজারের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন মানবাধিকার ও সম্প্রীতি রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ডঃ মনোজ গুহ, অধ্যাপক মহম্মদ শাহনওয়াজ সহ বিভিন্ন স্থানীয় নাগরিক৷ কনভেনশন থেকে ৩৫ জনের একটি গণকমিটি গঠন করা হয়৷
৬ জানুয়ারি মগরাহাট ব্লকের ধামুয়ার বিবেকানন্দ স্টেডিয়ামে অপর একটি মদ ও সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক কনভেনশনে বহু স্থানীয় মানুষ অংশ নেন৷ বক্তব্য রাখেন অধ্যাপিকা সোমা রায়, মহিউদ্দিন মান্নান, মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নাজিরা মণ্ডল এবং স্থানীয় নাগরিক হাজি আলমাত, শিক্ষক কাঞ্জিলাল সাঁতরা, আসলাম শেখ, স্বপন গায়েন প্রমুখ৷ সভাপতিত্ব করেন ডঃ মনোজ গুহ৷ কনভেনশন থেকে মগরাহাট ব্লক জুড়ে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৩৭ জনের গণকমিটি গঠন করা হয়৷
এদিকে মগরাহাট ব্লকের জয়নগর সংলগ্ন তসরালায় একটি মদের দোকান ও বার খোলার চেষ্টার বিরুদ্ধে স্থানীয় তসরালা, তাঁতিহাটি ও আশেপাশের মহিলারা এবং সাধারণ মানুষ আন্দোলনে ফেটে পড়েন৷ গত নভেম্বরে ডি ওয়াই ও–র উদ্যোগে একটি মতবিনিময় সভার মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা৷ সভায় ডি ওয়াই ও–র জেলা সভাপতি সঞ্জয় মণ্ডল, স্থানীয় নাগরিক স্বপন গায়েন, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির রাজ্য সম্পাদক কল্পনা দত্ত উপস্থিত ছিলেন৷ গ্রামে গ্রামে মহিলাদের উদ্যোগে গড়ে ওঠে মহিলা সাংস্কৃতিক মঞ্চ৷ স্বাক্ষর সংগ্রহ, পথসভা, বৈঠক, প্রতিবাদ সভা, থানা ডেপুটেশন প্রভৃতির মাধ্যমে আন্দোলন চলতে থাকে৷ ৩০ ডিসেম্বর সহস্রাধিক মানুষ এক বিরাট প্রতিবাদ মিছিলে সামিল হন৷ মিছিলে বহু শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী ও বিরাট সংখ্যক মহিলা সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷ মিছিলের লোকজন গোচরণ সাহাপাড় মোড়ে এক ঘণ্টা পথ অবরোধ করা হয়৷ অবরোধে বক্তব্য রাখেন ডাঃ পুলকেন্দু ঘোষ, স্বপন গায়েন, সঞ্জয় মণ্ডল, শিক্ষক গণেশ লাহা, রেখা নস্কর, এম এস এসের জেলা সম্পাদিকা মাধবী প্রামাণিক প্রমুখ৷ ৩১ ডিসেম্বর তসরালায় নির্মীয়মাণ মদের দোকানের সামনে রাস্তার ওপর একটি মদ বিরোধী গণকনভেনশন সংগঠিত করা হয়৷ সভাপতিত্ব করেন শিক্ষক কানাই চন্দ্র নস্কর৷ এখানে সাত শতাধিক মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন পাশের গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সাহা, শিক্ষক সুনির্মল দত্ত, এস ইউ সি আই (সি)–র জেলা কমিটির সদস্য সুজিত পাত্র, সাইদুল ইসলাম প্রমুখ৷ ১ জানুয়ারি ওই দোকানের সামনে অবস্থান সংগঠিত হয়৷ সেখানেও সাত শতাধিক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন৷ ৩১ ডিসেম্বর মদের দোকানটি খোলার পরিকল্পনা থাকলেও এখনও তা খুলতে পারেনি৷ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিরোধ আন্দোলন চলছে৷ কমিটি ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী পালনের কর্মসূচি নিয়েছে৷