মাদক দ্রব্যের প্রসার, অপসংস্কৃতি, নারী নির্যাতনের বিরুদ্ধে ও এলাকার ঐক্য-সম্প্রীতি সুদৃঢ় করার দাবিতে ২০ মার্চ দক্ষিণ ২৪ পরগণায় মগরাহাটের মুলটি অঞ্চলের বড়ত বাজারে একটি নাগরিক কনভেনশন হয়।
সভাপতিত্ব করেন জলধর হালদার। প্রধান বক্তা ছিলেন এ আই এম এস এস-এর রাজ্য কমিটির সদস্য মানসী রায়। বক্তব্য রাখেন বিদ্যুৎ আন্দোলনের নেতা আসলাম শেখ, চক ঈশ্বরী মদ বিরোধী আন্দোলনের নেতা তারক মণ্ডল, যুব আন্দোলনের নেতা দয়াল সরদার প্রমুখ। উপস্থিত ছিলেন মগরাহাট ব্লকের প্রাক্তন সহ সভাপতি তপন নস্কর, বিশিষ্ট শিক্ষক লক্ষ্মণ মণ্ডল, নানা সামাজিক আন্দোলনের বিশিষ্ট নেতা শাহিদুল ইসলাম। ‘পথের দাবি’ সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। আগামী দিনে এলাকায় মাদক দ্রব্য, অপসংস্কৃতি, নারী নির্যাতন বিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কনভেনশন থেকে প্রসেনজিৎ নস্করকে সভাপতি ও পিন্টু নস্করকে সম্পাদক করে ৩০ সদস্যের ‘মুলটি অঞ্চল নাগরিক মঞ্চ’ গঠিত হয়।