১৮ ফেব্রুয়ারি এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হল মধ্যপ্রদেশের ভোপালে৷ আশা কর্মীদের কর্মচারী হিসাবে স্বীকৃতি, মাসিক ২১ হাজার টাকা বেতন, মদ বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করা, প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, শূন্যপদে নিয়োগ প্রভৃতি দাবিতে এবং সরকারি স্কুলগুলির সংযুক্তি এবং বন্ধ করার প্রতিবাদে ছাত্র–যুবক–মহিলা কর্মচারী সহ নানা অংশের মানুষ সামিল হয়েছিলেন৷ ভোপাল, গুনা, আলিরাজপুর, গোয়ালিয়র, ইন্দোর, দেওয়াম, অশোকনগর, রেইসেন, শিবপুরি, সাগর, জবলপুর, বিদিশা থেকে শত শত মানুষ এসেছিলেন৷