এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৪ মে এক বিবৃতিতে বলেন, সীমাহীন মূল্যবৃদ্ধি, নজিরবিহীন বেকারি, লাগামছাড়া দুর্নীতি এবং আরও নানা সমস্যায় দেশের সাধারণ মানুষ চরম দুর্দশার সম্মুখীন। ঠিক এই সময় বিজেপি-সংঘ পরিবার আবারও মন্দির-মসজিদ বিতর্ককে ফেনিয়ে তুলতে উদ্যোগী হয়েছে। উদ্দেশ্য–জ্বলন্ত সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি সরানো, জনগণকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজিত করতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তোলা, মধ্যযুগীয় ধর্মীয় গোঁড়ামিকে বাড়তে সাহায্য করে বৈজ্ঞানিক মননশীলতা গড়ে তোলার পথে বাধা তৈরি করা। এর সাথে সুনির্দিষ্ট ভাবে যুক্ত হয়েছে তাদের হিন্দু ভোটব্যাঙ্ক শক্তিশালী করার হীন স্বার্থ।
সাধারণ মানুষের স্বার্থের উপর এ এক মারাত্মক আঘাত। আমরা বিজেপি-সংঘ পরিবারের এই জঘন্য ফ্যাসিস্ট কার্যকলাপকে ধিক্কার জানাচ্ছি।
সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বামমনস্ক মানুষের কাছে আমাদের আবেদন, দেশের এই সংকটের সময় দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলে এই সর্বনাশা আক্রমণ প্রতিহত করতে এগিয়ে আসুন।