৪ মার্চ শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি-র স্থানীয় শাখার পক্ষ থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করা হয়। ভিওয়ানি জেলা কমিটির আহ্বানে শ্রমিক-কর্মচারীরা নেহেরু পার্কে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্মারকলিপিতে তাঁরা দাবি করেন– অঙ্গনওয়াড়ি-আশা-মিড ডে মিল কর্মী-সাফাই কর্মচারী-স্বনির্ভর গোষ্ঠী- চৌকিদার প্রমুখদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে, নির্মাণকর্মী-খেতমজুরদের সহজ প্রক্রিয়ায় নথিভুক্ত করতে হবে, অসংগঠিত ক্ষেত্রের সকল কর্মীদের মাসিক ন্যূনতম বেতন ২৮,০০০ টাকা করতে হবে। এ ছাড়া তাঁরা শ্রমিক স্বার্থবিরোধী সমস্ত পদক্ষেপ ও কালাকানুন বাতিল করার দাবিও জানান।