এস ইউ সি আই (সি) কেন্দ্রীয় কমিটি ৩০ অক্টোবর এক বিবৃতিতে ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড (বিপিসিএল) বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করেছে৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘মহারত্ন’ বলে আখ্যায়িত লাভজনক সংস্থা বিপিসিএলকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ দেশে পেট্রোলিয়াম পণ্যের ২৫ শতাংশ বাজার এই সংস্থার হাতে৷ এই সংস্থার রয়েছে চারটি শোধনাগার, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে ৬ হাজার একর জমি, ১৪,৮০২টি পেট্রোল পাম্প, ৫৯০৭টি এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার এবং ১১টি সহায়ক কোম্পানি৷
এই কোম্পানির ৮ লক্ষ কোটি টাকার বেশি সম্পত্তি দেশি–বিদেশি একচেটিয়া পুঁজিপতিদের হাতে বিক্রি হতে যাচ্ছে মাত্র ৫৬ হাজার কোটি টাকার বিনিময়ে৷ এক লক্ষাধিক মানুষ সারা দেশে জীবন–জীবিকার জন্য এই কোম্পানির উপর নির্ভরশীল৷
পেট্রোপণ্যের বাজার এভাবে দেশি–বিদেশি পুঁজিপতিদের হাতে ছেড়ে দিলে পেট্রোপণ্যের মূল্য ব্যাপক বাড়বে এবং তার ফলে সব জিনিসেরই দাম বাড়বে৷ মোদি সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ জনস্বার্থবিরোধী এবং প্রকাশ্য দিবালোকে জনগণের কষ্টার্জিত অর্থের লুঠ ছাড়া কিছু নয়৷ এস ইউ সি আই (সি)–র কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছে৷ জনগণের কাছে কমিটির আবেদন, বেসরকারিকরণের এই পদক্ষেপ প্রতিহত করতে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলুন৷