Breaking News

ভারতের জনগণের উদ্দেশে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের আবেদন

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সে দেশের বিশিষ্ট নাগরিকরা ৫ ডিসেম্বর এক বিবৃতিতে দুই দেশের জনসাধারণকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিবৃতিটি প্রকাশ করা হল।

আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি, যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এ অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরাতে চাইছে। ফলে একটা আশঙ্কা ও উদ্বেগের মধ্যেই আপনাদের কাছে আমাদের এই বক্তব্যটি তুলে ধরছি। ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনওই এক করে দেখি না। আমরা জানি, ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছেন। ফ্যাসিস্ট আওয়ামি লিগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময়, আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আর আপনাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের।

সাম্প্রদায়িকতা এই উপমহাদেশের বড় সমস্যা। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করেছি। সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভাজন ঘটায়, ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ। শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনের আরও অনেক জলজ্যান্ত সমস্যা চোখের আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসকগোষ্ঠীই সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়েছে। তারা এই কৌশল খাটিয়ে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয়বিধ জনগোষ্ঠীর ভোটলাভটা নিশ্চিত করতে চায়। বিশেষত রাজনৈতিক পট-পরিবর্তনের কালে সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনা বারবার ঘটতে দেখা যায়।

বিগত আওয়ামি লিগ সরকারের আমলে দেশব্যাপী হিন্দু বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর আর হতাহতের ঘটনা পর্যন্ত ঘটেছে। গত ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে এবারকার গণঅভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দিরাদি পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রীতির নতুন নতুন নজির স্থাপন করে। এ ছাড়া ভারতের জাতীয় পতাকা মাড়ানোর ঘটনায়ও এ দেশের গণতন্ত্রমনা মানুষ প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখতে পেলাম, ভারতের অনেকগুলি সংবাদমাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি, এখনও করছে না। উদাহরণস্বরূপ, ঢাকা-আগরতলা-ঢাকা রুটে ব্যবসারত একটি বাণিজ্যিক পরিবহণের এক বাস ৩০ নভেম্বর, শনিবার, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি সড়কপার্শ্বের এক ভ্যানে ধাক্কা দেয়। ভারতের এক সংবাদমাধ্যম এই দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে প্রচার করে। সেই প্রচারের কয়েক ঘণ্টার মধ্যে আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে আক্রমণ হয়, বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনায় ভারত সরকার দুঃখপ্রকাশ করে। কিন্তু ওই ধরনের মিথ্যা প্রচারণা বন্ধের কোনও কার্যকর উদ্যোগ তারা নেননি। (আমরা চাই, বাংলাদেশের প্রকৃত ঘটনা যথাযথ দেখানো হোক।) এ ধরণের প্রচারণা থেকে যে কোনও দেশেই লাভবান হয় সাম্প্রদায়িক শক্তি, লাভবান হয় শাসকগোষ্ঠী। এরা সাম্প্রদায়িক মনোভাব কাজে লাগিয়ে ক্ষমতায় বসতে চায়।

সম্প্রতি চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর ভারত সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তা আমাদের অবাক করেছে। উনি ভারতের নাগরিক নন। তার বিরুদ্ধে ইসকনের অভ্যন্তরেই অভিযোগ ছিল এবং সেই প্রাতিষ্ঠানিক তদন্ত প্রক্রিয়াকে চিন্ময়কৃষ্ণ বাধাগ্রস্ত করে উল্টো ইসকনের বিরুদ্ধেই মামলা করেছিলেন। সে কারণে ইসকন তাকে বহিষ্কার করে। চিন্ময়কৃষ্ণের বিচার পাওয়ার অধিকারকে আমরা সমর্থন করি, সেটা সকলেরই আছে। কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র্র মন্ত্রণালয় যেভাবে তড়িঘড়ি তাঁর পক্ষে বিবৃতি দান করল– তা বিস্ময়কর। তাঁকে আদালতে উপস্থিত করার দিন ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ দেশের জনমানুষের সম্মিলিত চেষ্টায় এই ঘটনার অজুহাতে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা বলতে চাই, হিন্দুদের কিছু ধর্মীয় সংগঠন সমগ্র হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। হিন্দু সম্প্রদায় থেকে অনেকেই এ ধরনের সাম্প্রদায়িক প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সর্বশেষ ত্রিপুরায় বাংলাদেশের উপ হাইকমিশনে আক্রমণের বিরুদ্ধেও হিন্দু সম্প্রদায়ের অনেকে আলাদা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এইসব বিক্ষোভে এ দেশের হিন্দু জনগোষ্ঠীও বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী বরাবরই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। এ দেশের স্বাধীনতা যুদ্ধে এবং সকল ধরনের গণতান্ত্রিক আন্দোলনে হিন্দু জনগোষ্ঠীর ভূমিকা উজ্জ্বল। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানেও হিন্দু জনসাধারণের অনেকেই লড়াইয়ে শামিল হয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন। অনেক ভারতীয় প্রচারমাধ্যম এই গণঅভ্যুত্থানকে ইসলামি মৌলবাদের বিজয় বলে অভিহিত করেছে। বাংলাদেশের হিন্দুরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। লড়াইয়ের মধ্যে গড়ে ওঠা বাঁধনটা এ দেশে এখনও অটুট আছে। এ দেশে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর কর্মকাণ্ড নেই এমন নয়, কিন্তু তাবত জনগোষ্ঠীর ঐক্যই তা রোধ করার একমাত্র উপায় । আমাদের দুই দেশের জনগণের সমস্যা গোড়ায় একই জিনিস। এই সমস্যার সমাধান সাম্প্রদায়িক সংঘাতে কিংবা সংঘর্ষে পাওয়া যাবে না, হিন্দু-মুসলমান উত্তেজনায় এর সমাধান নিহিত নেই। সাধারণ জনগণের জীবন-সংকট বিচার করলে দু’দেশের মধ্যে মূলত কোনও পার্থক্য নেই।

আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে, গণঅভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের আকাঙ্খার মর্যাদা অক্ষুণ্ন রেখে আপনারা এই চক্রান্ত প্রতিহত করবেন।

এ লড়াই ভারতের বৃহৎ পুঁজির শোষণ-লুণ্ঠন আর নিপীড়ন-নির্যাতন-আধিপত্যের বিরুদ্ধে উভয় দেশের জনগণের নিরন্তর লড়াই। বিভেদ, বিদ্বেষ আর ধর্মকেন্দ্রিক স্বার্থান্বেষী চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই। লড়াই এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরা করি। এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত জয়ী হব।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন–

১. অধ্যাপক আনু মুহাম্মদ, ২. অধ্যাপক সলিমুল্লাহ খান, ৩. সাঈদ ফেরদৌস, উপ-উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ৪. অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, বিশেষজ্ঞ চিকিৎসক, ৫. স্বাধীন সেন, অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় ৬. কামরুল হাসান মামুন, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭. তুহিন ওয়াদুদ, অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ৮. সায়ান, সঙ্গীত শিল্পী ও মানসিক স্বাস্থ্যকর্মী, ৯.         প্রীতম দাশ, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি ১০. দীপ্তি দত্ত, শিক্ষক, প্রাচ্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১১. সৌম্য সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১২. সামিনা লুৎফা নিত্রা, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩. আলতাফ পারভেজ, লেখক ও সাংবাদিক, ১৪. সারোয়ার তুষার, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও সদস্য, জাতীয় নাগরিক কমিটি, ১৫. আশরাফ কায়সার, গণমাধ্যমকর্মী, ১৬. ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট, ১৭. মানজুর আল মতিন, আইনজীবী, সুপ্রিম কোর্ট, ১৮. খোকন দাস, লেখক ও সাংবাদিক, ১৯. বীথি ঘোষ, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক, ২০. রেহনুমা আহমেদ, লেখক ও অ্যাক্টিভিস্ট, ২১. গীতি আরা নাসরীন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২২. মেঘমল্লার বসু, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ২৩. সুব্রত সরকার, স্থপতি, ২৪. সুরেশ বাসফোর, সভাপতি, হরিজন অধিকার আদায় সংগঠন, ২৫. কল্লোল মোস্তফা, লেখক, ২৬. জি এইচ হাবীব, অনুবাদক ও সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৭. পারভেজ আলম, লেখক ও অ্যাক্টিভিস্ট, ২৮. মাহা মির্জা, লেখক ও গবেষক, ২৯. ডাঃ জয়দীপ ভট্টাচার্য, চিকিৎসক, ৩০. কামার আহমাদ সাইমন, চলচ্চিত্র নির্মাতা, ৩১. অনীক রায়, সাংবাদিক ও রাজনৈতিক কর্মী, ৩২. অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা, ৩৩. কামাল চৌধুরী, অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩৪. মোশাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩৫. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক, ৩৬. ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী, সুপ্রিম কোর্ট, ৩৭. সীমা দত্ত, নারীনেত্রী, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, ৩৮. ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, সংস্কৃতিকর্মী, ইনচার্জ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ৩৯. মামুন আল রশীদ, শিক্ষক, স্কলার্স ইউনিভার্সিটি, ৪০. আর রাজি, শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৪১. শর্মি বড়ুয়া, প্রভাষক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪২. জহিরুল ইসলাম কচি, সভাপতি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ৪৩. ড. সিউতি সবুর, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান, ব্রাক ইউনিভার্সিটি, ৪৪. ধ্রুব দাশ, স্বাধীন গবেষক ও চলচ্চিত্র নির্মাতা, ৪৫. ডাঃ মোঃ আরিফ মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যাক্টিভিস্ট, ৪৬. জান্নাতুল মাওয়া, আলোকচিত্রী, অ্যাক্টিভিস্ট, ৪৭. আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪৮. ফাতেমা শুভ্রা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৪৯. ফাহমিদুল হক, লেখক-গবেষক-শিক্ষক, ৫০. হাসান তৌফিক ইমাম, সহকারী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৫১. অলিউর সান, শিক্ষক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ৫২. মনির হোসেন, শিক্ষক, বাংলাদেশ ব্যবসা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিইউবিটি), ৫৩. আব্দুল্লাহ হারুন চৌধুরী, এনভায়রনমেন্টাল সায়েন্স, খুলনা বিশ্ববিদ্যালয়, ৫৪. কাজলী সেহরীন ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫৫. রাইয়ান রাজী, শিক্ষক, উত্তরা বিশ্ববিদ্যালয়, ৫৬. জায়েদা শারমিন, অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৫৭.শেহরীন আতাউর খান, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৫৮. আরাফাত রহমান, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৫৯. খাদিজা মিতু, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৬০. সিরাজাম মুনিরা, প্রভাষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ৬১. মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ৬২. শেখ নাহিদ নিয়াজী, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ৬৩. শরমিন্দ নীলোর্মি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ৬৪. বখতিয়ার আহমেদ, অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ৬৫. নাসির আহমেদ, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৬৬. মাহমুদুল সুমন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৬৭. সামিও শীশ, সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (সিএআরএএসএস), ঢাকা বিশ্ববিদ্যালয়, ৬৮. রুশাদ ফরিদী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৬৯. সৈয়দ নিজার আলম, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ৭০. ড.রেজওয়ানা স্নি*া, শিক্ষক, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ৭১. ডা.মো. আরিফ মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যাক্টিভিস্ট, ৭২. হানিয়্যুম মারিয়া খান, জ্যেষ্ঠ প্রভাষক, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ৭৩. ডা. শামীম তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা-এমিনেন্স, সমন্বয়ক-সন্তান ও অভিভাবক ফোরাম, ৭৪. আফজাল হোসেন, অ্যাক্টিভিস্ট, ৭৫. রাফসান আহমেদ, চলচ্চিত্র কর্মী, ৭৬. ইমেল হক, নির্মাতা, ৭৭. বাকী বিল্লাহ, লেখক ও রাজনৈতিক কর্মী, ৭৮. অনুপম সৈকত শান্ত, লেখক ও গবেষক, ৭৯. রবিউল করিম নান্টু, ব্যবসায়ী ও সংগঠক, ৮০. সালমান সিদ্দিকী, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ৮১. ফেরদৌস আরা রুমী, কবি ও অধিকার কর্মীস, ৮২. মাসুদ রেজা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, ৮৩. সজীব তানভীর, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, ৮৪. লাবণী মণ্ডল, সাহিত্য সমালোচক, রাজনৈতিক কর্মী, ৮৫. শাহেরীন আরাফাত, সাংবাদিক, ৮৬. তসলিমা আকতার বিউটি, রাজনৈতিককর্মী, ৮৭. ডাঃ নাজমুস সাকিব, ডেন্টাল সার্জন, ৮৮. জাকিয়া শিশির, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক কর্মী, ৮৯. রাশেদ শাহরিয়ার, রাজনৈতিক কর্মী, ৯০. শহীদুল ইসলাম সবুজ, শ্রমিক নেতা ও সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, ৯১. তানিয়াহ মাহমুদা তিন্নি, শিক্ষক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৯২. ডাঃ সারা আহমেদ, চিকিৎসক, ৯৩. আকরাম খান, চলচ্চিত্রকার, ৯৪.গোলাম সারওয়ার, শিক্ষক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯৫. রজত হুদা, রাজনৈতিক কর্মী, ৯৬. মাহতাব উদ্দীন আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট, ৯৭. মারজিয়া প্রভা, অ্যাক্টিভিস্ট, ৯৮. কামরুজ্জামান রিপন, উন্নয়নকর্মী, ৯৯. অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, সদস্য সচিব, রংপুর মহানগর নাগরিক কমিটি, ১০০. মীর হুযাইফা আল মামদূহ, গবেষক, ১০১. মোশাররফ হোসেন, প্রকৌশলী, ১০২. সৈকত দে, কবি ও লেখক, ১০৩. ইসহাক সরকার, শিক্ষক, ১০৪. গোলাম সারওয়ার, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১০৫. সুদীপ্ত বিশ্বাস, লেখক ও অ্যাক্টিভিস্ট, ১০৬. দোলন প্রভা, কবি ও লেখক, ১০৭. তাওফিকা প্রিয়া, সভাপতি (ভারপ্রাপ্ত), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, ১০৮. জাফর হোসেন, সভাপতি, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ১০৯. মুতাসিম আলী, কবি ও লেখক, ১১০. কাজী শাহীদুল ইসলাম, নাট্যকার, ১১১. বিপ্লব ভট্টাচার্য, আহ্বায়ক, বিপ্লবী শ্রমিক আন্দোলন, ১১২. আবু রায়হান, সংস্কৃতিকর্মী, ১১৩. মানস নন্দী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, ১১৪. মনীষা মাফরুহা, উন্নয়নকর্মী, ১১৫. মতিন সরকার, আইনজীবী, সুপ্রিম কোর্ট, ১১৬. নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, ১১৭. সুশান্ত সিনহা সুমন, সদস্য সচিব, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন, কেন্দ্রীয় কমিটি, ১১৮. মাসুদ খান, সভাপতি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, ১১৮. নাসির উদ্দীন আহম্মদ নাসু, রাজনৈতিক কর্মী, ১২০. ডাঃ মজিবুল হক, আহ্বায়ক, হেলথ সার্ভিস ফোরাম, ১২১. মাহির আহনাফ হোসেন, শিক্ষার্থী, ১২২. উম্মে ফারহানা সহকারী অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ১২৩. এহসান হাবিব, কবি ও সম্পাদক, অবরুদ্ধ সময়ের কবিতা, ১২৪. জানে রোমান রোজারিও তালুকদার, গার্মেন্টস শ্রমিক আন্দোলন কর্মী, ১২৫. মোশরেফা মিশু, রাজনৈতিক কর্মী, ১২৬. তাহমিনা ইয়াসমিন নীলা, রাজনৈতিক কর্মী, ১২৭. অধ্যাপক কাজী ফরিদ, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ১২৮. সরকার আজিজ, কবি, ১২৯. অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ, ১৩০. এ.বি.এম. জাকারিয়া, ব্যবসায়ী, ১৩১. মুসলিম বিন হাই, আইনজীবী ও সভাপতি, সচেতন অভিভাবক সমাজ, ১৩২. রায়হান কবির, ব্যবসায়ী, ১৩৩. মোহাম্মদ সেলিম, আইনজীবী ও সাধারণ সম্পাদক, সচেতন অভিভাবক সমাজ, ১৩৪. ইকবাল খান, সংস্কৃতিকর্মী, ১৩৫. সিরাজুম মনির, ব্যবসায়ী, ১৩৬. আবদুল্লাহ ক্বাফী রতন, রাজনৈতিক কর্মী, ১৩৭. মাসুদ রানা, সমন্বয়ক, বাসদ (মার্ক্সবাদী), ১৩৮. মোশাররফ হোসেন নান্নু, রাজনৈতিক কর্মী, ১৩৯. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক, বিপ্লবী কমিউনিস্ট লিগ, ১৪০. আব্দুস সাত্তার, রাজনৈতিক কর্মী, ১৪১. ডাঃ তন্ময় সান্যাল, ডেন্টাল সার্জন, ১৪২. সুস্মিতা রায় সুপ্তি, সংস্কৃতিকর্মী, ১৪৩. স্নেহাদ্রি চক্রবর্ত্তী, আইনজীবী, সুপ্রিম কোর্ট, ১৪৪. ডাঃ মহিউদ্দিন আহমদ, বিশেষজ্ঞ চিকিৎসক, ১৪৫. ধ্রুবজ্যোতি হোর, শিক্ষাকর্মী