২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি-র পক্ষ থেকে স্থায়ী কর্মসংস্থানের দাবিতে কলকাতায় শ্রমদপ্তর অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক যুবক-যুবতী এতে অংশগ্রহণ করেন। ধর্মতলা ওয়াই চ্যানেলে সকাল ১১টায় সমবেত হয়ে মিছিল করে তাঁরা বেন্টিংক স্ট্রিটে শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের প্রধান দাবি, ভাতা নয় চাকরি চাই। শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে তাঁরা স্মারকলিপিও পাঠান।
উল্লেখ্য, ২০১৩ সালে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, প্রতি বছর এই প্রকল্পে যুবকদের স্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে। যদিও গত সাত বছরে এই প্রকল্প থেকে কারওরই কর্মসংস্থান হয়নি। এমনকি ভাতাও বন্ধ হয়ে গেছে। সংগঠনের রাজ্য সম্পাদক প্রণয় সাহা জানান, বেকার যুবকদের দুঃসহ সমস্যা সমাধানের ব্যবস্থা করা না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।